নিজস্ব প্রতিবেদন: টানা বৃষ্টিতে জলমগ্ন ঘাটালের বেশ কয়েকটি ব্লক। জল ঢুকেছে ঘাটাল পুরসভার একাধিক ওয়ার্ডে। প্রবল বিপাকে বহু মানুষ। এমন সময় কারও মৃত্যু হলে ছাদ ভেঙে পড়ে মাথায়। তেমনই  এক সমস্য়া থেকে মামনি দোলই উদ্ধার করল পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-Hooch Tragedy: দশ বছর পর সাজাঘোষণা, বিষমদকাণ্ডে আমৃত্যু কারাদণ্ড খোঁড়া বাদশার 


বাড়ির চারদিকে জল থৈ থৈ। একমাত্র মাটির বাড়িটিও ডুবেছে জলে। তাই উপায় না পেয়ে নিজের মেয়েকে নিয়ে ৯০ বছর বয়সী মেনকা সিং পাশের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। কিন্তু হঠাৎ করে আজ সকালে মেনকা মৃত্যু হয়। এতেই চরম সমস্যায় পড়ে যান মেনকার মেয়ে মামনি দোলই।


আরও পড়ুন-কোনও প্রতিদ্বন্দ্বী নেই, রাজ্যসভায় যাচ্ছেন Mamata-র Jawhar


মামণির কথায়, চারিদিকে জল। বাড়িতে মারা গিয়েছে মা। মৃতদেহ লোকের বাড়িতে কীকরে ফেলে রাখবো! সমস্যায় পড়ে যাই। খবর যায় ঘাটাল থানায়। সেই খবর পাওয়া মাত্রই দ্রুত ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক বোট নিয়ে পৌছে যান ঘাটালের রথীপুর গ্রামে। পুলিসকর্মীদের তত্পরতায় মেনকার মৃতদেহ উদ্ধার করে ঘাটালের গোবিন্দপুর এলাকায় দাহ করা হয়।


জল যন্ত্রণার এমন চরম ভোগান্তির মাঝেও পুলিস প্রশাসনের উদ্যোগের প্রশংসায় এলাকার মানুষজন।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)