কোনও প্রতিদ্বন্দ্বী নেই, রাজ্যসভায় যাচ্ছেন Mamata-র Jawhar

'ত্রিপুরায় বিজেপি ভয় পেয়েছে', তোপ প্রাক্তন IAS-এর

Updated By: Aug 2, 2021, 04:48 PM IST
 কোনও প্রতিদ্বন্দ্বী নেই, রাজ্যসভায় যাচ্ছেন Mamata-র Jawhar

নিজস্ব প্রতিবেদন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের রাজ্যসভার সাংসদ নির্বাচিত হলেন জহর সরকার ( Jawhar Sircar)। বুধবার সংসদের উচ্চকক্ষে শপথ নেবেন তিনি। রাজ্যসভার (Rajya Sabha MP)  সংসদ নির্বাচিত হওয়ার পরই বিজেপকে তোপ দাগলেন তিনি।

সোমবারই ছিল রাজ্যসভা (Rajya Sabha MP)  নির্বাচনের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার শেষদিন। কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত বিজেপির কোনও প্রার্থী মনোনয়ন জমা দেননি। তাই একটা কথা স্পষ্ট, ৯ অগাস্ট হতে চলা রাজ্যসভার নির্বাচনে জহর সরকারের জয় কেবল সময়ের অপেক্ষা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ নির্বাচিত হতে চলেছেন প্রাক্তন IAS অফিসার জহর সরকার ( Jawhar Sircar)। এদিন মনোনয়ন জমা দেওয়ার পর বিজেপিকে তোপ দাগেন জহর সরকার। ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার যে অভিযোগ করেছে তৃণমূল, সেই নিয়েও মুখ খোলেন তিনি। জহর সরকার বলেন, 'ত্রিপুরায় যা ঘটেছে তা অপ্রত্য়াশিত। বিজেপি ভয় পেয়েছে'। 

আরও পড়ুন: Hooch Tragedy: দশ বছর পর সাজাঘোষণা, বিষমদকাণ্ডে আমৃত্যু কারাদণ্ড খোঁড়া বাদশার

আরও পড়ুন: 'Dilip-Kunal-কে নয়, ওঁদের মন্তব্যকে অমার্জিত বলেছি', বললেন Babul Supriyo

২০২১ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপিতে যোগ দেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দীনেশ ত্রিবেদী।  সাংসদ পদ থেকেও ইস্তফা দেন তিনি। তাঁর ছেড়ে যাওয়া আসনেই উপনির্বাচন হবে ৯ অগাস্ট। দীনেশ ত্রিবেদীর ছেড়ে যাওয়া আসনে তৃণমূল কাকে মনোনীত করে, তা নিয়ে নানান জল্পনা তৈরি হয়। যশবন্দ সিনহা, পূর্ণেন্দু বসু, কুণাল ঘোষদের নাম নিয়ে জোর চর্চা শুরু হয়। তবে, অবশেষে মোদীবিরোধী মুখ হিসেবে পরিচিত, ৬৯ বছর বয়সি বাঙালি IAS-কে রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনীত করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)।  

.