ওয়েব ডেস্ক: বাড়ি লাগোয়া সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হল ৬ বছরের শিশুকন্যার দেহ। ভাঙড়ের পোলেরহাটের নয়াবাদের ঘটনা। পুলিসের প্রাথমিক অনুমান, এটি খুনের ঘটনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বুধবার রাতে খাওয়াদাওয়া সেরে আবুসিদ্দিকি মোল্লা বড় মেয়ে সুরাইয়াকে পাশে নিয়ে শুয়ে পড়েছিলেন। ছোটমেয়েকে পাশে নিয়ে শুয়ে পড়েন শেরিনা বিবি। দম্পতির দাবি, সকালে ঘুম থেকে উঠে তাঁরা দেখেন ৬ বছরের সুরাইয়া ঘরে নেই। গভীর রাতে বাড়ি থেকে কন্যা সন্তানকে চুরি করা হয়েছে। এই মর্মে কাশীপুর থানায় অভিযোগ দায়ের করেন তাঁরা। বাড়ি থেকে ৩টি মোবাইলও চুরি গিয়েছে বলে দাবি করে পরিবার।


বৃহস্পতিবার সকালে নয়াবাদারে বাড়িতে তদন্তে আসে পুলিস। সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হয় ৬ বছরের সুরাইয়ার দেহ। সেপটিক ট্যাঙ্কের ঢাকনা কিছুটা খোলা ছিল বলে জানিয়েছেন গোয়েন্দারা।


আরও পড়ুন- সন্তানদের ফিরে পেলেন তিন তালাক মামলার অন্যতম আবেদনকারী ইসরাত জাহান