সুতপা সেন: বিজেপির উপর চাপ বাড়ানো কৌশল? 'পাহাড়ে স্থায়ী রাজনৈতিক সমাধান চাই'। কার্শিয়ং জুড়ে পোস্টার দিল পোস্টার দিল  GNLF। দিলীপ ঘোষের মন্তব্যে রীতিমতো ক্ষুদ্ধ তারা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বছর ঘুরলেই লোকসভা। পাহাড়ে ফের জোরালো হচ্ছে গোর্খাল্যান্ডের দাবি? ফ্রেরুয়ারিতে যখন বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব পাস হয়েছিল, তখন আন্দোলনে নেমেছিলেন বিনয় তামাং, অজয় এডওয়ার্ডরাও। কীভাবে? মাধ্যমিক পরীক্ষার শুরু দিনেই বনধের ডাক দেওয়া হয়েছিল পাহাড়ে। শুধু তাই নয়, দার্জিলিংয়ে ভানু ভবনের সামনে অনশনে বসেছিলেন আন্দোলনকারীরা। শেষপর্যন্ত বনধ স্থগিত ঘোষণা করা হয়। 


আরও পড়ুন: Abhishek Banerjee: বাঁকুড়ায় বজ্রাঘাতে তৃণমূলকর্মীর মৃত্যু, কী বার্তা দিলেন অভিষেক?


এদিকে পাহাড়ে এখনও বিজেপির সঙ্গেই রয়েছে GNLF। তাঁদের সমর্থনেই দার্জিলিংয়ে লোকসভা ও বিধানসভা ভোট জিতেছে গেরুয়াশিবির। তাহলে? সম্প্রতি উত্তরবঙ্গ সফরে গিয়ে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেন, 'বাংলা ভাগ হবে না। এই বাংলাকেই আমার সোনার বাংলা গড়তে চাই'। সেই মন্তব্য়ের পরেই এবার পাহাড়ে স্থায়ী রাজনৈতিক সমাধান চেয়ে পোস্টার দিল GNLF।



এদিকে জিটিএ ত্রিপাক্ষিক চুক্তি থেকে এবার সরে দাঁড়িয়েছে গোর্খা জনমুক্তি মোর্চা। মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি। চিঠিতে উল্লেখ, 'পাহাড়-সমতলে আর আন্দোলন নয়। পাহাড়ের দাবি পৌঁছে দেওয়া হবে দিল্লিতে'।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)