নিজস্ব প্রতিবেদন: করোনা আবহে সবই বদলে গেছে। নিও নর্মাল পরিস্থিতিতে সবকিছুই নতুন করে ভাবতে হচ্ছে। স্কুল-কলেজ খোলা নিয়ে ইতিমধ্যেই বিস্তর আলোচনা চলছে। এবার মেডিক্যাল-এর পড়ুয়াদের কথা চিন্তা করেই নতুন একটি অ্যাপস বাজারে আনতে চলেছে বেসরকারি সংস্থা- ইনফিনিটি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  NIA ধরতেই গায়ে ধুম জ্বর ছত্রধরের, সোজা গেলেন হাসপাতাল


জানা গিয়েছে, কোভিড পরিস্থিতিতে উচ্চশিক্ষা এবং চিকিত্‍সা বিজ্ঞানের নানা বিষয়ের খোঁজ মিলবে সংস্থার নয়া অ্যাপস THE MEDCYCLOPEDIA-তে। অ্যাপসটিতে মিলবে বিভিন্ন চিকিত্‍সা শিক্ষা প্রতিষ্ঠানের কোর্স ডিটেলস, ফি কাঠামো থেকে শুরু করে প্রতিষ্ঠানের অন্যান্য যাবতীয় তথ্যও। বিভিন্ন মেডিক্যাল কোর্সের তথ্যও মিলবে নয়া অ্যাপে। 


আরও পড়ুন: একবালপুরে রক্তারক্তি কাণ্ড! মা ও দুই মেয়েকে খুনের চেষ্টার পর থানায় গিয়ে আত্মসমর্পণ খুনির


কাজেই এই পরিস্থিতিতে কলেজে কলেজে ঘুরে তথ্য সংগ্রহ করতে হবে না পড়ুয়াদের। হাতের কাছে সহজেই মিলবে সমস্ত তথ্য। সংস্থার দাবি, দেশবিদেশের প্রায় ১০ হাজার মেডিক্যাল কলেজের নানা তথ্য মিলবে এই অ্যাপসে। সবমিলিয়ে এই অ্যাপ বাজারে এলে ছাত্রছাত্রীদের