পাহাড়ে রেশন পাঠাতে প্রস্তুত রাজ্য, জানালেন জ্যোতিপ্রিয় মল্লিক
ওয়েব ডেস্ক : পাহাড়ে রেশন পাঠাতে প্রস্তুত রাজ্য। ১৫দিনের খাবার মজুত রয়েছে। পাহাড় পরিস্থিতি স্বাভাবিক হলেই পাঠানো হবে। উত্তরকন্যায় বৈঠকের পর জানালেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
পাশাপাশি চা শ্রমিকদের মজুরি নিয়েও আজ উত্তরকন্যায় উচ্চপর্যায়ের বৈঠক হয়। হাজির ছিলেন শ্রমমন্ত্রী মলয় ঘটক, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও পর্যটন মন্ত্রী গৌতম দেব। বৈঠক শেষে পর্যটনমন্ত্রী জানান, তরাই ডুয়ার্সে চা শ্রমিকদের বেতন বৃদ্ধির প্রক্রিয়া শুরু হয়েছে। পাহাড় স্বাভাবিক হলে সেখানেও মজুরি বৃদ্ধির প্রক্রিয়া শুরু হয়ে যাবে।
আরও পড়ুন, দুরন্ত গতির ট্রেনের সামনে যাত্রীবোঝাই বাস, বরাতজোরে রক্ষা