দুরন্ত গতির ট্রেনের সামনে যাত্রীবোঝাই বাস, বরাতজোরে রক্ষা
ওয়েব ডেস্ক : বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল যাত্রীবোঝাই বাস। রেল গেট পেরিয়ে দুরন্ত গতির ট্রেনের সামনে পড়ল উত্তরবঙ্গ পরিবহনের বাস। জলপাইগুড়ির ময়নাগুড়িতে ট্রেন চালকের তত্পরতায় বাঁচলেন বাসের যাত্রীরা। বাস চালকের দোষ প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে উত্তরবঙ্গ পরিবহণ নিগম কর্তৃপক্ষ।
মালবাজার থেকে জলপাইগুড়ি যাচ্ছিল উত্তরবঙ্গ পরিবহণ নিগমের বাসটি। মাঝপথে ৩১ নং জাতীয় সড়কের ওপর ময়নাগুড়ি রেল গেট। ট্রেন আসছে বলে সে সময় গেট পড়ছিল। তাড়াহুড়ো করে সে সময় বাস নিয়ে প্রথম গেট পেরিয়ে যান চালক। পেরোতে পারেননি দ্বিতীয় গেট। রেললাইনের মাঝে দাঁড়িয়ে পড়ে বাস।
এদিকে তখন ছুটে আসছে চ্যাংরাবান্দা থেকে নিউ জলপাইগুড়িগামী প্যাসেঞ্জার ট্রেন। ট্রেন দেখেই বাস থেকে নামার হুড়োহুড়ি পড়ে যায়। বাস থেকে নেমে পড়েন যাত্রীরা। ট্রেনও দাঁড়িয়ে পড়ে। ট্রেন চালকের তত্পরতা না থাকলে বহু প্রাণহানির আশঙ্কা ছিল।
আরও পড়ুন, চিকিত্সায় গাফিলতিতে রোগীমৃত্যুর জেরে অশান্তি ৪ জেলায়