নিজস্ব প্রতিবেদন: ভোট পরবর্তী হিংসা নিয়ে ফের তুঙ্গে উঠল রাজ্য-রাজ্যপাল সংঘাত। রাজ্যপাল জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) অভিযোগ, ভোট পরবর্তী হিংসা নিয়ে রিপোর্ট এখনও দিয়ে উঠতে পারেননি স্বরাষ্ট্রদপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব এইচ এস ত্রিবেদী। আর সেই সূত্রেই শনিবার সন্ধে ৭টায় রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দোপাধ্যায়কে রাজভবনে তলব করলেন ধনখড়। শনিবার সকালে টুইট করে সে কথা নিজেই জানান তিনি। শুধু তাই নয়, ভোট পরবর্তী হিংসা বর্তমান রাজ্য সরকারের ব্যর্থতা বলেও উল্লেখ করেন রাজ্যপাল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: অধিবেশন বয়কট BJP-র, ফের বিধানসভার অধ্যক্ষ হলেন বিমান বন্দ্যোপাধ্যায়



প্রসঙ্গত, ভোটের ফলাফল ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সংঘর্ষের খবর আসে। ভোট পরবর্তী হিংসায় মারাও গিয়েছেন বেশ কয়েকজন। উদ্বিগ্ন হয়ে রাজ্যরালকে ফোন করে খোঁজ নিয়েছেন খোদ প্রধানমন্ত্রীও। আর এরপরই রাজ্যের প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকে হিংসার ব্যাপারে রিপোর্ট তলব করেন ধনখড়। কিন্তু  এখনও পর্যন্ত সেই রিপোর্ট না জমা পড়ার অভিযোগ তুললেন রাজ্যপাল। একইসঙ্গে তাঁর অভিযোগ, রাজ্য পুলিসের ডিজিপি ও কলকাতার পুলিস কমিশনারের রিপোর্টও জমা পড়েনি। শনিবার সকালের সেই টুইটের সংযোগেই আরেকটি টুইট করে রাজ্যপাল নবনির্বাচিত সরকারের সমালোচনা করেন। ভোট পরবর্তী হিংসা 'দুর্ভাগ্যজনক' ও 'সরকারের ব্যর্থতা' বলে তোপ দাগেন তিনি।