অধিবেশন বয়কট BJP-র, ফের বিধানসভার অধ্যক্ষ হলেন বিমান বন্দ্যোপাধ্যায়

স্পিকার পদে তাঁর নাম প্রস্তাব করেন পার্থ চট্টোপাধ্যায়।

Reported By: শ্রেয়সী গঙ্গোপাধ্যায় | Updated By: May 8, 2021, 01:22 PM IST
অধিবেশন বয়কট BJP-র, ফের বিধানসভার অধ্যক্ষ হলেন বিমান বন্দ্যোপাধ্যায়

নিজস্ব প্রতিবেদন: ২ দিন বিধানসভায় চলেছে শাসক ও বিরোধীদের শিবিরের বিধায়কদের শপথগ্রহণ। কিন্তু স্পিকার কে হবেন? ফের অধিবেশন পরিচালনার দায়িত্ব পেলেন বিমান বন্দ্যোপাধ্যায়ই। বিজেপি বিধায়কদের অনুপস্থিতিতে ধ্বনি ভোটে স্পিকার নির্বাচিত হলেন তিনি। ওয়েলে নেমে নবনির্বাচিত স্পিকারকে শুভেচ্ছা জানালেন মুখ্য়মন্ত্রী। 

আরও পড়ুন: 'যখন বলার, তখন বলব', 'অন্য সুর' বিধায়ক Mukul-র গলায়

ভোটের প্রচার পর্বে কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়েনি। এখন ভোট-পরবর্তী হিংসা নিয়েও বিজেপি-তৃণমূল সংঘাত অব্যাহত। গেরুয়াশিবিরের অভিযোগ, ফলপ্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে দলের কর্মী-সমর্থকদের উপর হামলা হচ্ছে, পার্টি অফিসেও ভাঙচুর চলছে। প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন শপথ নেন, সেদিন কলকাতা দলের পার্টি অফিসের ধরনা কর্মসূচির পালন করেছে বিজেপি। এবার বিধানসভায় স্পিকার নির্বাচনেও গরহাজির থাকলেন দলের বিধায়করা।

আরও পড়ুন: Post Poll Violence: ফের তুঙ্গে রাজ্য়-রাজ্যপাল সংঘাত, মুখ্যসচিবকে রাজভবনে তলব

বারুইপুর পশ্চিম কেন্দ্র থেকে এবার বিধায়ক নির্বাচিত হয়েছে বিমান বন্দ্যোপাধ্যায়। এদিন বিধানসভার অধিবেশনেই তাঁকে ফের স্পিকার নির্বাচিত করার প্রস্তাব দেন বেহালা পশ্চিমের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়। সেই প্রস্তাব সমর্থন করেন দমদম উত্তর বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্য। এরপর স্পিকার নির্বাচনের জন্য বিধানসভায় ধ্বনি ভোটের সিদ্ধান্ত নেন প্রোটেম স্পিকার সুব্রত মুখোপাধ্যায়। ধ্বনিভোটে ফের স্পিকার হন বিমান বন্দ্যোপাধ্যায়। ফলে ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে টানা তৃতীয়বার বিধানসভা স্পিকার হলেন তিনি।

.