নিজস্ব প্রতিবেদন:  বাজেট বিতর্কে ইতি। পুরভোট নিয়ে তরজা শুরু। নগর নির্বাচনকে সামনে রেখে, আইন-শৃঙ্খলা ইস্যুতে ফের রাজ্যপাল বনাম রাজ্য সরকার সংঘাত শুরু।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-হনুমান চালিশা বিলি ঘিরে উত্তেজনা, বইমেলায় বন্ধ করে দিতে হল VHP-র স্টল


বিধানসভায় বাজেট ভাষণ নিয়ে রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের দ্বন্দ্ব সবে ভালয় ভালয় মিটেছে। তার রেশ কাটতে না কাটতেই আবার কামান দাগলেন রাজ্যপাল। রবিবার বারাসতে এক অনুষ্ঠানে মেধা, উত্‍কর্ষের নিরিখে বাংলার ভূয়সী প্রশংসা করেও বললেন, এমন রাজ্যে হিংসার আখড়া কীভাবে চলতে দেওয়া যায়?


ধনখড় বলেন, বাংলায় হিংসার আখড়া চলছে। এটা যদি রাজ্যপালের প্রথম অভিযোগ হয়, দ্বিতীয়টা আরও মারাত্মক।  ধনখড়ের অভিযোগ, বাংলায় বারুদের ব্যবসা চলছে। এরকম অবস্থায় হিংসামুক্ত নির্বাচন কীভাবে সম্ভব?


এপ্রিলে পুরভোটের সম্ভাবনা। তৃণমূলের অস্ত্র NRC, CAA, NPR এর বিরোধিতা। বিজেপির অস্ত্র নয়া নাগরিকত্ব আইন। নাগরিক আন্দোলনের তাল ঠুকে পুরযুদ্ধে ঝাঁপানোর প্রস্তুতি চালাচ্ছে দুই শিবির। এমন সময়ে রাজ্যপালের এই মন্তব্যে অন্য উদ্দেশ্য দেখছে সরকারপক্ষ।


আরও পড়ুন-Operation BABY: অসংখ্য এজেন্টের হাতবদলে ভিনদেশে পাচার হচ্ছে ফুটফুটে শিশু


এনিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ওনার তো কমেন্ট্রি করে ভেসে থাকার চেষ্টা সবসময়। তাই এসব বলছেন।


এদিকে, নয়া নাগরিক আইনের বিরোধিতায় বিক্ষোভের নামে অশান্তি দেখেছে রাজ্যবাসী। যা নিয়ে বিজেপির অভিযোগ, মুখে নিজেকে অ্যাকশন ওম্যান বলে দাবি করলেও, দোষীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেননি মুখ্যমন্ত্রী তথা পুলিসমন্ত্রী। রবিবার রাজ্যপালের বক্তব্যেও উঠে এসেছে বিক্ষোভের নামে তাণ্ডবের প্রসঙ্গও।