নিজস্ব প্রতিবেদন: সিঙুরের পর এবার হলদিয়া। হাইকোর্টের নির্দেশে গাড়ি প্রস্তুতকারক সংস্থার দখলে থাকা প্রায় ১০০ একর জমি নিজেদের হেফাজতে নিলে হলদিয়া উন্নয়ন পর্ষদ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০০৫ সালে হালদিয়ার পাশে ভবানীপুরে গাড়ি নির্মাতা সংস্থা উরাল-কে ওই জমি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। ২০১১ সালে উরালের সঙ্গে গাড়ি তৈরির ব্যপারে চুক্তি হয় রাজ্য সরকারের। কিন্তু গাড়ি উত্পাদন শুরু না করায় ২০১৮ সালে উরালের কাছ থেকে জমি ফেরত চায় হলদিয়া উন্নয়ন পর্ষদ।


আরও পড়ুন-আচমকাই কেঁপে উঠল উত্তরকাশী, কম্পন রুদ্রপ্রয়াগেও


রাজ্য সরকারের ওই নোটিস পাওয়ার পর জেলা শাসকের দ্বারস্থ হয় উরাল। পাশাপাশি তারা হাইকোর্টেও যায় তারা। কিন্তু ওই জমি উরালকে হলদিয়া উন্নয়ন পর্ষদের হাতে তুলে দিতে বলে হাইকোর্ট। ওই রায়ের পরই শনিবার ওই জমির দখল নিল হলদিয়া উন্নয়ণ পর্ষদ।


বিষয়টি নিয়ে হলদিয়ার বিডিও তুলিকা দত্ত বলেন, ‘উরালের কাছ থেকে ওই জমি ফেরত নিল হলদিয়া উন্নয়ন পর্ষদ।’ এদিকে, উরালের আধিকারিক দিলীপ পুলভি জানিয়েছেন, বিষয়টি আমরা জানি না। আজকেই ওরা যা আসবেন ও অধিগ্রহনের জন্য জমি খালি করে দিতে হবে তা আমার উচ্চপদস্থ আধিকারিকরাও কিছু জানেন না। বুঝতে পারছি না এই কারখানার সেফটি-সিকিউরিটির দায়িত্ব নেবে কে?


আরও পড়ুন-ICC World Cup 2019: লিডসে লঙ্কাবধ! রোহিত-রাহুল যুগলবন্দিতে মালিঙ্গাদের হেলায় হারাল ভারত


অন্যদিকে, যারা কারখানার জন্য জমি দিয়েছিলেন তাঁরা পড়েছেন বিপদে। সংস্থার এক কর্মী সংবাদমাধ্যমে জানান, জায়গা-জমি দিয়ে এই কারখানায় কাজ পেয়েছিলাম। সামান্য মাইনে পেতাম। এখন আমাদের কী হবে। মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ টাকাপয়সা যাতে ফেরত পাই তা উনি দেখুন।