আচমকাই কেঁপে উঠল মাটি, ভূমিকম্প উত্তরকাশী-রুদ্রপ্রয়াগে
গত জুনেও ভূমিকম্পে কেঁপে ওঠে উত্তরাখণ্ড। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.০
নিজস্ব প্রতিবেদন: এপ্রিলের পর ফের কেঁপে উঠল উত্তরাখণ্ড। শনিবার রাত নটা নাগাদ ভূমিকম্পে কেঁপে ওঠে উত্তরাখণ্ডের উত্তরকাশী। কম্পন অনুভূত হয় রুদ্রপ্রয়াগেও। রিখটার স্কেল এই কম্পনের মাত্রা ছিল ৩.১।
আরও পড়ুন-কাটমানির অভিযোগে তৃণমূলি বিধায়কের বিরুদ্ধে বিক্ষোভ দেখাল তৃণমূলই
কম্পনের মাত্রা কম হলেও বাড়িঘর দুলে উঠতেই উত্তরকাশীতে ঘর ছেড়ে বেরিয়ে আসেন শয়ে শয়ে মানুষ। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। জেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে বিপর্যয় মোকাবিলা দফতরকে।
আরও পড়ুন-পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের যাবতীয় কারণ মজুত রয়েছে, কিন্তু.... বললেন বাবুল
উল্লেখ্য, গত জুনেও ভূমিকম্পে কেঁপে ওঠে উত্তরাখণ্ড। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.০। কম্পনের উত্স ছিল মাটি থেকে ১০ কিলোমিটার নীচে। একইভাবে এপ্রিল মাসেও ভূমিকম্পে কেঁপে ওঠে উত্তরকাশীর বারকোটও।