নিজস্ব প্রতিবেদন: চিত্র শিল্পী তৌসিফ হক ও তার স্ত্রীকে ঘর ভাড়া না দেওয়ার ঘটনা ঘটেছিল কিছুদিন আগেই। যেই লজের ঘটনা এবার সেই সুলেখা লজের সামনেই বিক্ষোভ দেখালো বাম ছাত্র যুব মহিলারা। আজ বেলা বাড়তেই বাম ছাত্র যুব মহিলা সংগঠনের সদস্যরা লজের সামনে জমায়েত করেন। ঘটনার প্রতিবাদে লজের সামনে দফায় দফায় বিক্ষোভ শুরু হয়। যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে লজ কর্তৃপক্ষ। সুলেখা লজ কাণ্ড ঘিরে বিক্ষোভে নেমেছে সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতি। লজের সামনে দাঁড়িয়ে চলছে বিক্ষোভ সমাবেশ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: DSDA-র পদ থেকে অপসারিত শিশির অধিকারী, নতুন দায়িত্বে অখিল গিরি


গত পরশু তৌসিফ তার স্ত্রীকে নিয়ে লজে ঘর ভাড়া নিতে যান। তাঁদের পরিচয় জানালো স্বামী-স্ত্রীর পদবী আলাদা জানার পর ঘর ভারা দিতে অস্বীকার করে লজ কর্তৃপক্ষ। ঘটনার বিবরণ জানিয়ে  ফেসবুকে একটি পোস্টও করেন তৌসিফ। এরপরেই ঘটনা নিয়ে শোরগোল শুরু হয়। সোশ্যাল মিডিয়াতেও প্রতিবাদ শুরু হয়। যদিও পরে ফেসবুকের সেই পোস্ট তুলে নেন তৌসিফ।