নিজস্ব প্রতিবেদন: কেন বারবার 'হেনস্থা' RPF-র? অবশেষে ধৈর্য্যের বাঁধ ভাঙল হকারদের। এক ঘণ্টারও বেশি সময় ধরে অবরোধ চলল বেলুড় স্টেশনে। চরম দুর্ভোগে পড়লেন যাত্রীরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

লকডাউনের সময়ে রোজগার কার্যত বন্ধ হয়ে গিয়েছিল হকারদের। করোনা আতঙ্ক কাটিয়ে এখন ফের স্বাভাবিক ছন্দ ফিরেছে জনজীবনে। এমনকী, কোভিডবিধিও প্রত্যাহার করে নিয়েছে সরকার। তাহলে কেন অবরোধ? হকারদের অভিযোগ, বেলুড় স্টেশনে রোজই RPF-র হেনস্তার মুখে পড়তে হচ্ছে তাঁদের। যখন-তখন জরিমানা করা হচ্ছে। জোর করে আটকে রাখা হচ্ছে। ফলে ব্যবসার ক্ষতি হচ্ছে।


আরও পড়ুন: Royal Bengal Tiger: কাঁকড়া ধরতে গিয়ে বাঘের পেটে! সুন্দরবনে নিখোঁজ মৎস্যজীবী


জানা গিয়েছে, এদিন যখন ফের হকার ইউনিয়নের এক কর্মীকে জোর করে আটকে রাখে RPF, তখন ক্ষোভ চরমে পৌঁছায়। ঘড়িতে তখন রাত ৮টা। বেলুড় স্টেশনে রেললাইনে বসে পড়েন হকাররা। অবরোধের জেরে আপ ও ডাইন লাইনে আটকে পড়ে লোকাল ও দূরপাল্লা ট্রেন। শেষপর্যন্ত RPF-র তরফে বিষয়টি  খতিয়ে দেখার আশ্বাস দিলে অবরোধ ওঠে। ততক্ষণে পেরিয়ে দিয়েছে এক ঘণ্টারও বেশি সময়।


আরও পড়ুন: Sodepur: চিকিৎসায় গাফিলতির অভিযোগ, উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু ঘিরে সোদপুরে অশান্তি


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)