কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালের না বলা সমস্যা শুনলেন চিকিৎসকরা, জেলায় অভিনব উদ্য়োগ
কিশোর-কিশোরীদের জন্য `দুয়ারে স্বাস্থ্য মেলা`
নিজস্ব প্রতিবেদন: বয়ঃসন্ধিকালে শরীরে নানা সমস্যা দেখা দেয়। গ্রামের কিশোর-কিশোরী সেই সমস্ত বিষয়ে কথা বলতে কুণ্ঠাবোধ করেন। তাদের সমস্যার সমাধানে এবার এগিয়ে এল দক্ষিণ দিনাজপুরের হিলি ব্লক স্বাস্থ্য দফতর।
তাদের তরফে আয়োজন করা হয়েছে 'দুয়ারে স্বাস্থ্য মেলা'। যেখানে হিলি হাসপাতালের চিকিৎসকরা কিশোর-কিশোরীদের সঙ্গে সরাসরি কথা বলেন। বয়ঃসন্ধিকালের নানান অসুবিধা নিয়ে খোলামেলা আলোচনা করেন। প্রয়োজনে তাদের চিকিৎসারও ব্যবস্থা করেন। বিভিন্ন ধরনের গোপন অসুখ, যা নিয়ে পরিবারিক স্তরে কথা বলা যায় না, তাই নিয়ে নির্ভয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন কিশোর-কিশোরীরা।
বৃহস্পতিবার দুপুরে হিলি গ্রামীণ হাসপাতাল চত্বরে এই স্বাস্থ্য মেলার আয়োজন করা হয়। যা দক্ষিণ দিনাজপুর জেলায় প্রথম বলেই দাবি করেছেন আয়োজকরা। এদিন একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার শুভ সূচনা করেন হিলি ব্লক স্বাস্থ্য আধিকারিক, ডিএসপি ট্রাফিক। এ দিনের মেলায় উপস্থিত হয়েছিল প্রায় ২০০ কিশোর-কিশোরী।