ফের ঘূর্ণাবর্ত, রাজ্যজুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস
ওয়েব ডেস্ক : উত্তরে বানভাসি পরিস্থিতি পুরোপুরি কাটার আগেই, ফের বৃষ্টির ভ্রূকুটি। আবারও মৌসুমী অক্ষরেখা সক্রিয় উত্তরবঙ্গে। এরই সঙ্গে যোগ হয়েছে বিহারের ওপর থাকা ঘূর্ণাবর্ত। এর ফলে উত্তরবঙ্গ ও বিহারে আগামী দুদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
উত্তরবঙ্গ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এই নিম্নচাপ অক্ষরেখা। বাংলাদেশ ও শ্রীলঙ্কার কাছেও তৈরি হয়েছে আরও দুটি ঘূর্ণাবর্ত। এর জেরে বৃষ্টির হাত থেকে রেহাই পাচ্ছে না দক্ষিণবঙ্গও। বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
আরও পড়ুন, নামচিতে পুলিসি অভিযান ঘিরে ঘোরালো সিকিম-রাজ্য সংঘাত পরিস্থিতি