নামচিতে পুলিসি অভিযান ঘিরে ঘোরালো সিকিম-পশ্চিমবঙ্গ সংঘাত পরিস্থিতি

Updated By: Sep 2, 2017, 12:30 PM IST
নামচিতে পুলিসি অভিযান ঘিরে ঘোরালো সিকিম-পশ্চিমবঙ্গ সংঘাত পরিস্থিতি

ওয়েব ডেস্ক : মোর্চা-রাজ্য সংঘাতের জল এবার গড়াল, সিকিম ও রাজ্যের মধ্যে সংঘাতে। সিকিমের নামচিতে মোর্চার কেন্দ্রীয় কমিটির বৈঠকে রাজ্য পুলিসের হানার পর থেকেই পরিস্থিতি ঘোরালো। গ্রেফতার ছয় মোর্চা সদস্যকে এখনও পশ্চিমবঙ্গ পুলিসের হাতে দিতে নারাজ সিকিম। আদালতের নির্দেশ ছাড়া একাজ সম্ভব নয়। সব নিয়মকানুন মেনে গ্রেফতারি পরোয়ানা না আনলে তাঁদের ছাড়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে সিকিমের তরফে।

ধৃতদের মধ্যে চার জন আপাতত রয়েছে নামচি পুলিস স্টেশনে এবং বাকি দু জনকে মল্লি পুলিস স্টেশনে রাখা হয়েছে। রাজ্য পুলিসের পক্ষ থেকে ওয়ারেন্ট নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে আদালতে তা পেশ করা হবে। এরপরও অবশ্য ধৃত মোর্চা কর্মীদের হাতে পাবে কিনা রাজ্য, তা নির্ভর করবে সিকিমের আদালতের নির্দেশের ওপর।

এদিকে মোর্চা সুপ্রিমো বিমল গুরুং এখনও বেপাত্তা। গুরুং, রোশন গিরিদের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়েছে। সিকিমের সাদামে গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যুর ঘটনায় কালিম্পংয়ের SP-র বিরুদ্ধে ইতিমধ্যে খুনের মামলা দায়ের করেছে সিকিম পুলিস। 

আরও পড়ুন, সিকিমের নামচিতে পুলিসি অভিযানে গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ

.