ওয়েব ডেস্ক: ফল প্রকাশ হল উচ্চ-মাধ্যমিকের। মাধ্যমিক, আইসিএসসি, আইএসসির ফল প্রকাশ হয়ে গিয়েছে। এবার পালা উচ্চ-মাধ্যমিকের। পরীক্ষা শেষের ২ মাসের মাথাতেই ফলপ্রকাশ। সকাল সাড়ে ১০টায় ফলপ্রকাশ হবে উচ্চ-মাধ্যমিকের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কীভাবে উচ্চমাধ্যমিকের ফলাফল দেখবেন?


  1. www://wbresult.nic.in/highrersecondary/wbhsres.htm

  2. www.knowyourresult.com

  3. www.exametc.com

  4. http://wb12.knowyourresult.com

  5. www.schools9.com

  6. www.ExamResult.net


এই ওয়েবসাইটগুলি থেকে ফলাফল দেখতে পারেন। এছাড়া wb12 লিখে রোল নম্বর দিয়ে ৫৪২৪২, ৫৮৮৮৮, ৫৮৮৮৮৭১১, ৫২০৭০, ৫৬৭৬৭৫০, ৫৬২৬৩ নম্বরে এসএমএস পাঠালে ফল পেয়ে যাবেন।


ঘূর্ণিঝড় মোরার প্রভাব কতটা পড়বে রাজ্যে?


বাংলাদেশ উপকূলে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় মোরা


বাবরি মামলায় লখনউয়ের সিবিআইয়ের বিশেষ আদালতের সামনে আজ হাজির থাকার কথা ১২জন বিজেপি নেতার