আজ উচ্চ-মাধ্যমিকের ফলপ্রকাশ
ফল প্রকাশ হল উচ্চ-মাধ্যমিকের। মাধ্যমিক, আইসিএসসি, আইএসসির ফল প্রকাশ হয়ে গিয়েছে। এবার পালা উচ্চ-মাধ্যমিকের। পরীক্ষা শেষের ২ মাসের মাথাতেই ফলপ্রকাশ। সকাল সাড়ে ১০টায় ফলপ্রকাশ হবে উচ্চ-মাধ্যমিকের।
ওয়েব ডেস্ক: ফল প্রকাশ হল উচ্চ-মাধ্যমিকের। মাধ্যমিক, আইসিএসসি, আইএসসির ফল প্রকাশ হয়ে গিয়েছে। এবার পালা উচ্চ-মাধ্যমিকের। পরীক্ষা শেষের ২ মাসের মাথাতেই ফলপ্রকাশ। সকাল সাড়ে ১০টায় ফলপ্রকাশ হবে উচ্চ-মাধ্যমিকের।
কীভাবে উচ্চমাধ্যমিকের ফলাফল দেখবেন?
www://wbresult.nic.in/highrersecondary/wbhsres.htm
এই ওয়েবসাইটগুলি থেকে ফলাফল দেখতে পারেন। এছাড়া wb12 লিখে রোল নম্বর দিয়ে ৫৪২৪২, ৫৮৮৮৮, ৫৮৮৮৮৭১১, ৫২০৭০, ৫৬৭৬৭৫০, ৫৬২৬৩ নম্বরে এসএমএস পাঠালে ফল পেয়ে যাবেন।