বাবরি মামলায় লখনউয়ের সিবিআইয়ের বিশেষ আদালতের সামনে আজ হাজির থাকার কথা ১২জন বিজেপি নেতার

বাবরি মামলায় লখনউয়ের সিবিআইয়ের বিশেষ আদালতের সামনে আজ হাজির থাকার কথা লালকৃষ্ণ আডবাণী , মুরলীমনোহর যোশী, উমা ভারতীর মত বিজেপির শীর্ষ স্থানীয় বারোজন নেতানেত্রীদের। বাবরি মসজিদ ধ্বংসের ষড়যন্ত্র মামলায় চার্জগঠন করেছে সিবিআই ।

Updated By: May 30, 2017, 09:12 AM IST
বাবরি মামলায় লখনউয়ের সিবিআইয়ের বিশেষ আদালতের সামনে আজ হাজির থাকার কথা ১২জন বিজেপি নেতার

ওয়েব ডেস্ক: বাবরি মামলায় লখনউয়ের সিবিআইয়ের বিশেষ আদালতের সামনে আজ হাজির থাকার কথা লালকৃষ্ণ আডবাণী , মুরলীমনোহর যোশী, উমা ভারতীর মত বিজেপির শীর্ষ স্থানীয় বারোজন নেতানেত্রীদের। বাবরি মসজিদ ধ্বংসের ষড়যন্ত্র মামলায় চার্জগঠন করেছে সিবিআই ।

গত পঁচিশে মে সিবিআই বিশেষ আদালতের বিচারক এস কে যাদব মামলায় আডবাণী সহ অভিযুক্ত বারোজনকে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছেন। এর আগে গত ঊনিশ এপ্রিল সুপ্রিম কোর্ট লখনউয়ে সিবিআইয়ের বিশেষ আদালতকে একমাসের মধ্যে মামলার নিয়মিত শুনানি শুরু করতে বলেছিল। দু বছরের মধ্যে দ্রুত শুনানি শেষ করে এই মামলার রায় দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। ১৯৯২ সাল থেকে পঁচিশ বছরের বেশি সময় ধরে এই মামলা ঝুলে রয়েছে।

ঘূর্ণিঝড় মোরার প্রভাব কতটা পড়বে রাজ্যে?

বাংলাদেশ উপকূলে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় মোরা

আজ উচ্চ-মাধ্যমিকের ফলপ্রকাশ, কীভাবে ফল দেখবেন? জেনে নিন

.