ঘূর্ণিঝড় মোরার প্রভাব কতটা পড়বে রাজ্যে?

ঘূর্ণিঝড় মোরার ঝাপটা এ রাজ্যে লাগার সম্ভাবনা কম। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস। মোরার প্রভাবে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Updated By: May 30, 2017, 08:52 AM IST
ঘূর্ণিঝড় মোরার প্রভাব কতটা পড়বে রাজ্যে?

ওয়েব ডেস্ক: ঘূর্ণিঝড় মোরার ঝাপটা এ রাজ্যে লাগার সম্ভাবনা কম। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস। মোরার প্রভাবে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশে ঘূর্ণিঝড় মোরা আছড়ে পড়েছে ঘণ্টায় ১২০ কিমি বেগে। ঘূর্ণিঝড় মোরার আতঙ্কে গতকাল রাতেই চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে দশ নম্বর মহাবিরদ সঙ্কেত জারি করা হয়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, মোরার প্রভাবে বাংলাদেশরে উপকূলীয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালি, লক্ষীপুর, ফেনি, চাঁদপুর ও তাদের আশেপাশের দ্বীপে স্বাভাবিকের চেয়ে চার-পাঁচ ফুটের বেশি জলোচ্ছাস হয়েছে। প্রায় হাজারের বেশি বাড়ি প্রবল জলোচ্ছাসে ভেসে গেছে। আগেই গোটা বাংলাদেশে সব ধরণের নৌ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল।

বাংলাদেশ উপকূলে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় মোরা

আজ উচ্চ-মাধ্যমিকের ফলপ্রকাশ, কীভাবে ফল দেখবেন? জেনে নিন

.