ওয়েব ডেস্ক : এ যেন ইলিশের বর্ষা। আজ সকাল পর্যন্ত দেড় হাজার টন ইলিশ উঠেছে কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জে। ইলিশের ঢল নামায় বরফ জোগাতে সমস্যায় পড়েছেন ট্রলার মালিকরা। প্রয়োজনের তুলনায় কম বরফ মেলায় মাছ খারাপ হয়ে যাচ্ছে। হু হু করে দর পড়ছে। অবস্থা এমন কাকদ্বীপ মত্‍স্য বন্দরে বেশ কিছু পচে যাওয়া মাছ ফেলে দেওয়া হয় সকালে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রুপোলি শস্যে ভরে গিয়েছে বাজার। বাজারে বাজারে ভিড় ইলিশ কেনার। জোগান বাড়তেই সস্তা হয়েছে ইলিশ। ফলে পকেটেও খুব একটা চাপ পড়ার চান্স নেই। বঙ্গোপসাগরের খাঁড়িতে ঢুকে পড়েছে ঝাঁক ঝাঁক ইলিশ। মাছ ধরা ট্রলারগুলিতে উঠছে প্রায় আড়াইশো টন করে রুপোলি শস্য। খোকা নয়, এবার ছ' থেকে সাতশো গ্রামের ইলিশ উঠেছে বলে দাবি। সেই মাছ এসে পৌঁছেছে বাজারে।


আরও পড়ুন, রিষড়ার জাল ওষুধ ছড়িয়ে পড়েছে দক্ষিণবঙ্গের ৪ জেলায়