Lakshmi Puja: ধর্মের বেড়াজাল ভেঙেই কোজাগরী লক্ষ্মীপুজোয় মাতেন ধর্মডাঙার হিন্দু-মুসলিম...
Lakshmi Puja: ধর্মডাঙা পল্লীশ্রী ক্লাবের লক্ষ্মীপুজো। প্রতিবছর এ পুজোয় লক্ষ্মীদেবীর প্রতিমায় আরাধনা করা হলেও এবার লক্ষীনারায়ণের আরাধনা করছে তারা। তাদের পুজো এ বছর ৪২ বছরে পদার্পণ করল। বাজেট ৩ লক্ষ টাকা।
সঞ্জয় রাজবংশী: ধর্মের বেড়াজাল ভেঙে কোজাগরী লক্ষ্মী পুজোয় মাতেন হিন্দু ও মুসলিমের গ্রাম ধর্মডাঙা। শনিবার লক্ষ্মীপুজোর সকালে গ্রামবাসীরা জানান, দুর্গাপুজো নয়, লক্ষ্মীপুজোই এখানে প্রধান উৎসব। তাই ধর্মডাঙা রং পাড়া মিলিয়ে মোট পাঁচটি ছোট-বড় লক্ষী পুজো অনুষ্ঠিত হয় এখানে।
আরও পড়ুন: Lakshmi Puja: এখানে লক্ষ্মীর সঙ্গে পুজো পান সরস্বতীও! সঙ্গে থাকে সেই অলৌকিক জিলিপি...
বিগ বাজেটের পুজোর মধ্যে অন্যতম ধর্মডাঙা পল্লীশ্রী ক্লাবের লক্ষ্মীপুজো। প্রতিবছর এ পুজোয় লক্ষ্মীদেবীর প্রতিমায় আরাধনা করা হলেও এবার লক্ষীনারায়ণের আরাধনা করছে তারা। তাদের পুজো এ বছর ৪২ বছরে পদার্পণ করল। বাজেট ৩ লক্ষ টাকা।
পুজোর প্রায় প্রতিদিনই থাকছে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান। চার দিন ধরে চলবে এই সব অনুষ্ঠান। এলাকাবাসীরা জানাচ্ছেন, ধর্মের বেড়াজাল ভেঙে হিন্দু ও মুসলিম সকলেই বরাবর এই পুজোয় অংশগ্রহণ করেন। আর তাই এ গ্রামের নাম হয়েছে ধর্মডাঙা।
আরও পড়ুন: Lakshmi Puja: আলোকসজ্জা আর সৌহার্দ্যে উজ্জ্বল জোকার লক্ষ্মীপুজো! চলে তিনদিনের আরাধনা...
পল্লীশ্রী সংঘ ছাড়াও এলাকায় আরও ছোট-বড় চারটি পুজো হয়। এই পুজোকে কেন্দ্র করে গ্রামে বসে গ্রামীণ মেলাও। সব মিলিয়ে দুর্গাপুজো নয়, কোজাগরী লক্ষ্মী পুজোতেই মাতে আস্ত একটি গ্রাম।