নিজস্ব প্রতিবেদন: কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিয়ে সততার নজির গড়লেন দুই সিভিক ভলেন্টিয়ার। ঘটনাটি পূর্ব বর্ধমানের ভাতারে। এদিন একটি রাষ্টায়ত্ব ব্যাঙ্কের শাখা থেকে পেনশনের টাকা তোলেন অবসরপ্রাপ্ত শশধর সামন্ত। এরপর  ব্যাঙ্কের সামনেই  টাকার ব্যাগটি ফেলে বাড়ি চলে যান তিনি। ব্যাগে নগদ ১০ হাজার ৭০০ টাকা-সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ  কাগজপত্রও ছিল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: ফোন করে বয়স্কদের খোঁজ, ওষুধ-স্যানিটাইজার পৌঁছে দিচ্ছে NKDA-এর বিশেষ টাস্কফোর্স


ব্যাগটি কুড়িয়ে পান সুদীপ্ত হাজরা ও সেবা ঘরুই নামে কর্মরত ভাতার থানার দুই সিভিক ভলেন্টিয়ার। তাঁরা ব্যাগটি নিয়ে ভাতার থানার ওসি প্রণব বন্দ্যোপাধ্যায়কে বিষয়টি জানান। তারপর ওসি ব্যাগে থাকা পাশবইয়ে নাম দেখে যোগাযোগ করেন শশধরবাবুর সঙ্গে। তার বাড়িতে গিয়ে ব্যাগটি ফেরত দিয়ে আসেন পুলিশ কর্মীরা। সিভিক ভলেন্টিয়ারদের এই মানবিক কাজে খুশি শশধর বাবু-সহ এলাকার মানুষজন।