ফোন করে বয়স্কদের খোঁজ, ওষুধ-স্যানিটাইজার পৌঁছে দিচ্ছে NKDA-এর বিশেষ টাস্কফোর্স

এবার তাঁদের পাশেই দাঁড়ালো NKDA। ইতিমধ্যেই বয়স্কদের জন্য বিশেষ টাস্ক ফোর্স তৈরি করেছে NKDA।

Reported By: কমলিকা সেনগুপ্ত | Updated By: Apr 7, 2020, 04:36 PM IST
ফোন করে বয়স্কদের খোঁজ, ওষুধ-স্যানিটাইজার পৌঁছে দিচ্ছে NKDA-এর বিশেষ টাস্কফোর্স

নিজস্ব প্রতিবেদন: বয়স্কদের বাড়িতে আসছে ফোন, জিজ্ঞেস করা হচ্ছে কেমন আছেন তাঁরা। করোনা যুদ্ধের এই কঠিন সময়ে দাঁড়িয়েও মানবতার নজির গড়ছে বাংলা। লকডাউনের সময়ে সমস্য়ায় পড়েছেন প্রবীনরা। এবার তাঁদের পাশেই দাঁড়ালো NKDA। ইতিমধ্যেই বয়স্কদের জন্য বিশেষ টাস্ক ফোর্স তৈরি করেছে NKDA।

৫ জন সিনিয়র অফিসার রয়েছে এই টাস্ক ফোর্সে। তাঁরা তিদিন ফোন করছে বয়স্ক মানুষদের। খোঁজ খবর নিচ্ছেন প্রত্যেকের। এক পরিস্থিতিতে বয়সকদের যেন কোনও সমস্যা না হয় কার্যত সেদিকেই নজর দিচ্ছেন সকলে। এই টাস্কফোর্স নিউটাউনের বয়স্ক মানুষদের কাছে রোজ ফোন করছেন। শুধু তাই নয় খোদ চেয়ারম্যান দেবাশীষ সেন বয়স্কদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলছেন।

নিউটাউনে বহু আবাসনে বয়স্করা রয়েছেন যাঁদের ছেলেমেয়েরা কর্মসূত্রে রাজ্যের বাইরে বা দেশের বাইরে থাকেন। তাঁদের বয়স অনুযায়ী ভাগ করা হয়েছ। প্রয়োজন মতো ওষুধ, স্যানিটাউজার বা অন্য কিছু প্রয়োজন হলেই তা পৌঁছে দেওয়া হচ্ছে তাদের কাছে। টাস্কফোর্সের সঙ্গে কাঁধ মিলিয়ে সাহায্যের হাত বাড়িয়েছেন নিউটাউনের আবাসিকরাও। আর এই উদ্যোগে খুশি প্রবীনরাও।

.