নিজস্ব প্রতিবেদন:  বাঁকুড়ার মেজিয়া থানা এলাকায় অবৈধ চোলাই  ঠেকাতে এবার অভিযান শুরু করল মেজিয়া থানার পুলিশ ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: ছাত্র ভর্তি নিয়ে বিক্ষোভ সোনারপুরের স্কুলে


 সোমবার রাতে একের পর এক গ্রামে হানা দিয়ে চোলাই এর ঠেক ভেঙ্গে দেয় মেজিয়া থানার পুলিশ । নষ্ট করে দেওয়া হয় ওই ঠেকগুলিতে মজুত থাকা বিপুল পরিমান চোলাই মদ । এদিকে চোলাই মদের কারবার বন্ধের ব্যাপারে দেরিতে হলেও পুলিশ উদ্যোগী হলেও নিস্ক্রিয়তার অভিযোগ উঠেছে আবগারি দফতরের বিরুদ্ধে ।


আরও পড়ুন: ফেসবুকে পরিচিত গৃহবধূর সঙ্গে সহবাস, ঘনিষ্ঠ ছবি ফাঁসের হুমকি, অতঃপর...


প্রসঙ্গত,  নভেম্বরেই নদিয়ার শান্তিপুরে চোলাই মদে বিষক্রিয়ার ফলে নদিয়ার শান্তিপুরে বিষমদ কাণ্ডে ইতিমধ্যেই ১২ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ আরও ১৮ জন এখন হাসপাতালে ভর্তি। এর মধ্যেই পুলিসের জালে ধরা পড়ল চোলাই মদ কারবারের কিং পিন গণেশ হালদার। গত বৃহস্পতিবার রাতে তাকে শান্তিপুরের চৌধুরীপাড়া থেকে গ্রেফতার করে পুলিস।


আরও পড়ুন: একই দিনে বন্ধ হয়ে গেল হুগলির ২ টি জুটমিল, কর্মহীন প্রায় ৮ হাজার শ্রমিক


বিষমদ খেয়ে একের পর এক মৃত্যুর খবর আসার পরই তদন্তে নামে সিআইডি। সাসপেন্ড করা হয় এক ওসি, দুই সার্কেল ইন্সপেক্টর সহ আবগারি দফতরের এগারো কর্মীকে। ক্লোজ করা হল শান্তিপুর থানার ওসি সৌরভ চট্টোপাধ্যায়কে। তাঁর জায়গায় নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয় মুকুন্দ চক্রবর্তীকে।