নিজস্ব প্রতিবেদন: কারখানা থেকে ছড়াচ্ছে মারাত্মক দূষন। বিক্ষোভ জানাল এলাকাবাসীরা। সোমবার কারখানা বন্ধের দাবি জানিয়ে পথ অবরোধ করে গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে পোলবার উচাই গ্রামে। পোলবা আলিনগর রোডের পাশে মাস ছয়েক আগে একটি মেডিকেয়ার কারখানা চালু হয়। গ্রামবাসীদের অভিযোগ এই কারখানায় এমন কিছু পোরানোর কাজ চলছে যা থেকে ব্যপক দূষন ছড়াচ্ছে এলাকায়। দূষণের কবলে পড়েছে পোলবা,বরুনানপারা, উচাই, বেলগরিয়া, দারামন,পাউনান-সহ একাধিক গ্রাম। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: সেপটিক ট্যাঙ্কে বধূর রক্তাক্ত দেহ, আটক স্বামী


রোজই শ্বাস-কষ্ট, কাশির মতো একাধিক সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে ছুটটে হচ্ছে বলে অভিযোগ গ্রামবাসীদের। পাশাপাশি কারখানা থেকে আসা দুর্গন্ধেও জেরবার বলেই জানাচ্ছেন এলাকার মানুষজন। উচাই গ্রামের হাসপাতাল নার্সিংহোমের বর্জ্য রিসাইকেল করা হবে আশ্বাস দিলেও সেই মতো কাজ এগোয়নি বলেই জানাচ্ছেন গ্রামবাসীরা। পাশাপাশি গ্রামবাসীদের অভিযোগ প্রশাসনকে একাধিকবার এবিষয়ে জানালেও কোনও সদুত্তর মেলেনি।



পরিস্থিতি সামাল দিতে পোলবা থানার আসে ঘটনাস্থলে।