ওয়েব ডেস্ক : পরপর দুটি কন্যাসন্তান। গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে। দক্ষিণ দিনাজপুরের তপন থানার করঞ্জাবাড়ির ঘটনা। গৃহবধূর নাম ছায়মা খাতুন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অভিযোগ, প্রথম সন্তানের জন্মের পর থেকে ছায়মার ওপর অত্যাচার শুরু করে তাঁর শ্বশুরবাড়ির লোকজন। বেশ কয়েকবছর পর ফের কন্যাসন্তান হয় ছায়মা খাতুনের। অভিযোগ ,এরপর থেকে অত্যাচারের মাত্রা আরও বাড়তে থাকে। তা চরমে ওঠে গত সোমবার রাতে। তাঁর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।


ছায়মা খাতুনের চিত্কারে জড়ো হন স্থানীয় বাসিন্দারা। তারাই জেলা হাসপাতালে নিয়ে যায় তাঁকে।  মঙ্গলবার রাতে মৃত্যু হয় ছায়মার। শ্বশুরবাড়ির বিরুদ্ধে তপন থানায় অভিযোগ জানাতে গেলে অভিযোগ নিতে অস্বীকার করে পুলিস। এরপর তদন্তের দাবি জানিয়ে থানায় বিক্ষোভ শুরু করে ছায়মার বাপের বাড়ির লোকজন। শেষে গভীর রাতে অভিযোগ নেয় পুলিস। তবে অভিযুক্তরা এখনও অধরা।


আরও পড়ুন, ব্যারেজ ভাঙলে ভাসবে গোটা বাংলা, দুশ্চিন্তা এখন DVC-কে নিয়ে