ওয়েব ডেস্ক: গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানা এলাকার এই ঘটনা ঘিরে এলাকা উত্তপ্ত। মৃত পিয়ালী মাটিয়ার সঙ্গে দু হাজার চারে বিয়ে হয় সৌরভ মাটিয়ার। তাঁদের দুই কন্যা সন্তানও রয়েছে। বছর খানেক ধরে সৌরভের সঙ্গে আরেক মহিলার বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে বলে অভিযোগ। এর জেরে পিয়ালীর ওপর অত্যাচার চলত। তাঁর বাপের বাড়ির লোকজনের অভিযোগ, গত একুশে অগাস্ট রাতে পিয়ালীর গায়ে তেল ঢেলে আগুন ধরিয়ে দেয় তাঁরই স্বামী সৌরভ, শাশুড়ি দীপালি সহ আরও পাঁচ জন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন বাবা-মাকে ভিটেছাড়া করল মালদার মোথাবাড়ির শিক্ষক সোহেল রানা


এমনকি পিয়ালীর দুই মেয়েকেও পুড়িয়ে মারার চেষ্টা হয় বলে অভিযোগ। প্রায় নব্বই শতাংশ অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় পিয়ালীকে। প্রথমে ভগবানপুর, তারপর তমলুক, সেখান থেকে কলকাতার NRS, SSKM হয়ে শেষে বাঙ্গুর হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তবে শেষরক্ষা হল না। সেখানেই মৃত্যু হল এই গৃহবধূর। মৃত্যুকালীন জবানবন্দিতে পিয়ালী সব অত্যাচারের কথা জনিয়ে গেলেও, পুলিসি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে মৃতার পরিবার। ভগবানপুর থানা কোনও অভিযোগ নিচ্ছে না বলেও দাবি তাঁদের। ফেরার অভিযুক্তরা। 


আরও পড়ুন  মহিলা শিল্পীদের কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে গ্রেফতার জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের কর্মী