নিজস্ব প্রতিবেদন: স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের জের। ফের এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু। ঘটনাকে ঘিরে উত্তেজনা মুর্শিদাবাদের বহরমপুরের মধুপুর এলাকায়। মৃতার নাম অনিন্দিতা ঘোষ গোস্বামী। শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হয় দেহ। স্বামী অভিষেক ঘোষ এক বেসরকারি কলেজে কর্মরত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, পুরুলিয়ায় শুটআউট, পঞ্চায়েত বোর্ড গঠনের নির্বাচনের দিনই প্রকাশ্যে ঝাঁঝরা তৃণমূল নেতা


জানা যায়, তিন বছর আগে অভিষেক ঘোষ এর সাথে বিয়ে হয় অনিন্দিতার। অভিযোগ, বিয়ের পর থেকেই শুরু হয় নির্যাতন। মৃতার পরিবার সুত্রে জানা যায়, বৃহস্পতিবারও অনিন্দিতা তাঁর  মাকে ডাক্তারের কাছে নিয়ে যান। সন্ধ্যায় ফের শ্বশুর বাড়ি চলেও আসেন। কিন্তু তারপর থেকে আর মেয়ের সঙ্গে ফোন যোগাযোগ করতে পারেননি মা।


আরও পড়ুন, সম্পর্ক মানেনি পরিবার, একই দড়িতে আত্মঘাতী হল যুগল


রাতে শ্বশুরবাড়ির তরফে ফোন করে অসুস্থতার খবর জানানো হয়। অনিন্দিতার বাপেরবাড়ির সদস্যরা গিয়ে মেয়েকে মৃত অবস্থায় দেখতে পান।  ঘটনায় চার জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। মৃতার শাশুড়ি, ননদ ও স্বামীকে আটক করেছে পুলিস।  মৃতার পাশ থেকে একটি সুইসাইট নোট উদ্ধার করেছে পুলিস। যদিও পরিবারের তরফে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। আত্মহত্যা না খুন, তা খতিয়ে দেখছে পুলিস।