আমি ক্ষমতায় না এলে নবান্নে মমতাও বসবেন না! তৃণমূল বিধায়কের বিস্ফোরক হুঁশিয়ারি
`পাঁচলায় আমি না ভোট পেলে সন্ন্যাস নিয়ে নেব । আমি যদি পাঁচলায় ক্ষমতায় না আসি তাহলে বাংলার নবান্নে মমতা ব্যানার্জি বসবে না!`
শুভাশিষ মণ্ডল: পাঁচলায় আমি ক্ষমতায় না এলে নবান্নে মমতা বন্দ্যোপাধ্য়ায় বসতে পারবেন না! বিস্ফোরক হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের। হুঁশিয়ারি দিয়েছেন পাঁচলার তৃণমূল কংগ্রেস বিধায়ক গুলশান মল্লিক। বিধায়কের এহেন বিতর্কিত হুঁশিয়ারির ভিডিয়ো ইতিমধ্য়েই ভাইরাল হয়ে গিয়েছে।
জানা গিয়েছে, দলীও কর্মীদের নিয়ে একটি কর্মসূচিতে যোগ দিয়েছিলেন তিনি। সেখানেই বক্তব্য রাখতে উঠে বিতর্কিত মন্তব্য করে বসেন তিনি। বলেন, 'পাঁচলায় আমি না ভোট পেলে সন্ন্যাস নিয়ে নেব । আমি যদি পাঁচলায় ক্ষমতায় না আসি তাহলে বাংলার নবান্নে মমতা ব্যানার্জি বসবে না!' তবে ভিডিয়োর সত্য়তা যাচাই করেনি জি ২৪ ঘণ্টা। গুলশন মল্লিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
আরও পড়ুন, ঘরে খাটে ভাই-বোনের নিথর দেহ, পুকুরে মিলল দাদাকে! ৩ ভাইবোনের রহস্যমৃত্যু
Nandakumar: স্ত্রীর বিবাহ-বহির্ভূত সম্পর্ক? নন্দকুমারে সালিশি সভায় 'ডিভোর্স'....
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)