Nandakumar: স্ত্রীর বিবাহ-বহির্ভূত সম্পর্ক? নন্দকুমারে সালিশি সভায় 'ডিভোর্স'....
, নন্দকুমারের চুনাখালি গ্রামের বাসিন্দা ওই মহিলা। বছর দশেক আগে বিয়ে হয় তাঁর। রয়েছে ৩ কন্যাসন্তানও। স্ত্রীকে নাকি ওড়িশার কাজ করতে পাঠিয়েছিলেন স্বামীই!
কিরণ মান্না: সালিশি সভায় 'ডিভোর্স'? মহিলাকে মারধর, জরিমানা! প্রশাসনের দ্বারস্থ হলেন নির্যাতিতা। থানায় ১০ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে।
জানা গিয়েছে, নন্দকুমারের চুনাখালি গ্রামের বাসিন্দা ওই মহিলা। বছর দশেক আগে বিয়ে হয় তাঁর। রয়েছে ৩ কন্যাসন্তানও। অভিযোগ, মহিলার স্বামী কার্যত বেকার। স্ত্রীকে নাকি ওড়িশায় কাজ করতে পাঠিয়েছিলেন তিনি! তারপর? গ্রাম কমিটির কাছে ওই মহিলার বিরুদ্ধে বিবাহ-বহির্ভূত সম্পর্কের অভিযোগ করেন তাঁর স্বামী। এরপর সালিশি সভা বসে।
আরও পড়ুন: ঘরে খাটে ভাই-বোনের নিথর দেহ, পুকুরে মিলল দাদাকে! ৩ ভাইবোনের রহস্যমৃত্যু
ওই মহিলার দাবি, সালিশি সভায় তাঁকে বেধড়ক মারধর করেন গ্রামের মাতব্বররা। এরপর রাতের অন্ধকারে রেজিস্ট্রি অফিসে নিয়ে গিয়ে স্বামীর নামে সম্পত্তি লিখে দিতে বাধ্য করা হয় ওই মহিলাকে। সঙ্গে ৬ লক্ষ টাকা জরিমানা এমনকী, স্ট্যাম্প পেপারে সই করিয়ে ডিভোর্সও! বস্তুত, ঘটনার কথা স্বীকারও করে নিয়েছেন গ্রাম কমিটির সভাপতি। কেন? লিখিত অভিযোগ দায়ের হওয়ার পর তদন্তে নেমেছে নন্দকুমার থানার পুলিস।
এর আগে, পারিবারিক বিবাদ মেটাতে 'সালিশি সভা' বীরভূমের সাঁইথিয়ায়। নোটিশ পাঠানো হয়েছিল তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্যাডে! অভিযোগ, সালিশির সভার নিদান না মানায় বেধড়ক মারধর করা হয় দম্পতিকে।
ঘটনাটি ঠিক কী? স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই আত্মীয়দের সঙ্গে বিবাদ চলছিল ওই দম্পতির। সেই বিবাদ মেটাতেই নাকি গ্রামে সালিশি সভা বসেছিলেন স্বয়ং উপপ্রধান! ওই দম্পতির অভিযোগ, সালিশি সভায় হাজির ছিলেন স্থানীয় কয়েকজন তৃণমূল নেতাও। কিন্তু সভার নির্দেশ মানতে না চাওয়ার মারধর করা হয়।