নিজস্ব প্রতিবেদন: গতকাল সুকান্ত মজুমদারের পর আজ শুভেন্দু অধিকারী। শনিবার হাওড়া যাওয়ার পথে সুকান্ত মজুমদারকে দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজায় গ্রেফতার করেছিল পুলিস। আর আজ উলুবেড়িয়া যাওয়ার আগেই শুভেন্দুকে সেখানে না যাওয়ার পরামর্শ দিল কাঁথি থানার পুলিস। পাশাপাশি কোলাঘাট থেকে ২০ কিলোমিটার আগেই রাধামণিতে শুভেন্দু অধিকারিকে আটকে দিল পুলিস। এনিয়ে তৈরি হল টানাপোড়েন। রাধামণিতে শুভেন্দু অধিকারীর গাড়ি আটকায় পুলিস। এর প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধের তোড়জোড় করছে বিজেপি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন ময়নায় বাইকে সওয়ার হন বিজেপি নেতা। চলে যান অশোক দিন্দার বাড়িতে। এরপর উলুবেড়িয়া যাওয়ার পথে রাধামনিতে পুলিসের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন শুভেন্দু অধিকারী। রাজ্য বিরোধী দলনেতা পুলিসকে বলেন, আমি নির্বাচিত জনপ্রতিনিধি। এই রাধামনিতে আপনি আমাকে আটকাতে পারেন না। আমার কর্মসূচিতেই রয়েছে বিধায়ক অশোক দিন্দার বাড়ি থেকে আমি কলকাতার উদ্দেশ্য রওনা দেব। এখন আমি কোলাঘাটে আমার রেস্ট হাউসে যাচ্ছি। আপনারা আমাকে আটকাতে পারেন না। 


পুলিসের পক্ষ থেকে শুভেন্দুকে বলা হয়, আপনি হাওড়া যাবেন বলেছিলেন। পাল্টা শুভেন্দুর যুক্তি, আপনি হাওড়ার লোক নন। হাওড়া পুলিস আমার সহ্গে কথা বলবে। আমি ওদের বোঝানোর চেষ্টা করব। মিস্টার হাসান, আপনার কোনও অধিকার নেই আমাকে আটকে দেবার। এখানে ১৪৪ নেই। হাওড়া গ্রামীণকে বলুন আমার সঙ্গে কথা বলতে। আমি লাঞ্চ করার জন্য কোলাঘাটে আমার গেস্ট হাউসে যাব। আমি সাফ বলছি, আমার গন্তব্য কোলাঘাটের গেস্টহাউস। এখন আপনারা কী সিদ্ধান্ত নেবেন নিন। কলকাতায় যেতে গেলে যদি কোনও আপত্তি থাকে তাহলে পুলিস কথা বলবে। হাওড়া গ্রামীণে যখন ঢুকব তখন আপনি নিশ্চয় আমাকে বলবেন। এসব করছেন তো! কাল আমি আদালতে যাব। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় এসব করছেন তো! আপনি যখন বিপদে পড়বেন তখন পিসি-ভাইপো কেউ বাঁচাবে না।


জি ২৪ ঘণ্টাকে শুভেন্দু অধিকারী বলেন, গতকাল আমি টুইট করেছিলাম হাওড়া গ্রামীণে যাব। এখন কোলাঘাটের রেস্ট হাউস থেকে সেখান যাওয়ার আগি আমি হাওড়া গ্রামীণের এসপি বা ডিএমের সঙ্গে কথা বলব। আপনাদের কে অধিকার দিয়েছে আমাকে এই রাধামণিতে আটকানোর? কলকাতায় যাব, বিরাটিতে মিছিল রয়েছে। পাঁচটায় ইন্ডিয়ান মিউজিয়ামে অনুষ্ঠান হয়েছে।


আরও পড়ুন-শুভেন্দুকে হাওড়ায় 'না' যাওয়ার নোটিস, উলুবেড়িয়া যেতে অনড় বিরোধী নেতা 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)