নিজস্ব প্রতিবেদন : অগোছালো, অপেশাদার মনোভাব আর নয়। কর্পোরেট হচ্ছে রাজ্য সরকার। বেসরকারি অফিসের ধাঁচে এবার থেকে রাজ্য সরকারি কর্মীদের জন্য চালু  হচ্ছে HRMS বা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রীর রোষে চার পুলিস সুপার


আইএএস অফিসার থেকে সাধারণ কর্মচারী সকলের জন্য চালু হচ্ছে ইউনিফর্ম  E-সার্ভিস বুক। কাগজের সার্ভিস-বুক নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা বেশি। তাতে অবসরের পর ভোগান্তিও বাড়ে। পেনশন পেতেও ঝক্কি পোহাতে হয় সরকারি কর্মীদের। সে কথা মাথায় রেখেই এবার ডিজিটাইজেশনে জোর।


আরও পড়ুন - রাজ্যজুড়ে ডেঙ্গির প্রকোপ! সরানো হল স্বাস্থ্য সচিব সঙ্ঘমিত্রা ঘোষকে, দায়িত্বে বিবেক কুমার


এবার থেকে ছুটির দরখাস্তও করতে হবে অন লাইন HRMS-এর মাধ্যমে। ২০২০ সালের জানুয়ারি মাস থেকেই নয়া কর্পোরেট ব্যবস্থা চালু করছে রাজ্য সরকার।