নিজস্ব প্রতিবেদন: উচ্চমাধ্যমিকে কম নম্বর দেওয়ার অভিযোগে তুলকালাম রামপুরহাটের এক স্কুল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-Tokyo Olympics: তিরন্দাজির বাছাই পর্বে নবম স্থান পেলেন Deepika, নজরে বাংলার Atanu


গতকাল উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে। রামপুরহাট উচ্চ বালিকা বিদ্যালয়ের পড়ুয়াদের দাবি, তাদের স্কুল থেকে কম নম্বর দেওয়া হয়েছে। এর থেকে অনেক বেশি নম্বর দেওয়া উচিত ছিল।


আরও পড়ুন-রাজ্যসভায় সাসপেন্ডেড Santanu Sen, গোটা বাদল অধিবেশনে থাকতে পারবেন না তৃণমূল সাংসদ


শুক্রবার স্কুল খুলতেই স্কুলে হাজির হন পড়ুয়া ও অভিভাবকরা। তাঁদের দাবি, একাদশ শ্রেণির পরীক্ষায় পড়ুয়াদের আশানুরূপ নম্বর দেওয়া হয়নি। সেই কম নম্বর বোর্ড পাঠানোর ফলে পরীক্ষার্থীদের ফল খারাপ হয়েছে। একাদশের খাতা যদি ঠিকমতো দেখা হতো তাহলে এতজন পড়ুয়ার ফল এরকম খারাপ হতো না।


পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছুটে আসে রামপুরহাট থানার পুলিস। তাঁরা অভিভাবকদের বোঝানোর চেষ্টা করেন, পড়ুয়াদের কম নম্বর দেওয়ার কোনও প্রশ্ন নেই। তারা যা পেয়েছে সেই নম্বরই বোর্ডে পাঠানো হয়েছে।  এদিকে, পুলিসের বক্তব্যে সন্তুষ্ট নন পড়ুয়া ও অভিভাবকরা। এনিয়ে গোলমাল এখনও গোলমাল চলছে।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)