জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শুরু উচ্চমাধ্যমিক পরীক্ষা। এ বছর বদলে গিয়েছে একাধিক বিষয়। মঙ্গলবার প্রথম ভাষার পরীক্ষা। প্রতিটি পরীক্ষাকেন্দ্রে কড়া নিরাপত্তা। মোবাইল নিয়ে এলে বাতিল হতে পারে পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন। উচ্চমাধ্যমিক সংসদ সূত্রে জানান হয়েছে, পরীক্ষা চলবে ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত। রাজ্যের মোট ২ হাজার ৩৪৯ টি কেন্দ্রে নেওয়া হবে পরীক্ষা। অন্যদিকে, উচ্চমাধ্যমিকে পথে রয়েছে পর্যাপ্ত যানবাহন। এমনকি পরীক্ষার দিনগুলিতে অতিরিক্ত স্টেশনে দাঁড়াবে বেশ কিছু লোকাল। ১৮ ও ২৫ মার্চ দুটি শনিবার চলবে বাড়তি মেট্রো। রাস্তায় থাকবে অতিরিক্ত সরকারি বাস-ট্যাক্সি।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, Weather Today: নিম্নচাপের কালো মেঘ বাংলায়! দমকা হাওয়া-সহ ঝড়-বৃষ্টির দাপট একাধিক জেলায়


তবে এবারে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। প্রতিটি পরীক্ষায় পড়ুয়াদের পরীক্ষাকেন্দ্রে অবশ্যই অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে। প্রতিটি পরীক্ষায় 'অ্যাটেনডেন্স কাম সিগনেচার রোল'-এ স্বাক্ষর করতে হবে পড়ুয়াদের। বাধ্যতামূলক রেজিস্ট্রেশন সার্টিফিকেটও। তবে এবার তিন ঘণ্টার পরীক্ষায় পৌনে তিন ঘণ্টা, অর্থাৎ ১২টা ৪৫ মিনিটের আগে জমা দেওয়া যাবে না খাতা। মূলত প্রশ্নপত্র বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রুখতেই খাতা জমা দেওয়ার এই নয়া নিয়ম। 


এমনকি ক্যালকুলেটর ব্যবহারের ক্ষেত্রেও রয়েছে নির্দিষ্ট নির্দেশিকা। পরীক্ষার্থীদের মোবাইল ধরতে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় ব্যবহৃত বিশেষ প্রযুক্তিও এ বার পাইলট প্রজেক্ট হিসাবে ব্যবহার করতে চলেছে সংসদ। রেডিয়ো ফ্রিকোয়েন্সি ডিটেক্টর দিয়েও চলবে নজরদারি। আর পরীক্ষা শুরু হাওয়ার এক ঘণ্টা পর শৌচালয়ে যেতে পারবেন পরীক্ষার্থীরা। খাতা এবং প্রশ্নপত্র রাখতে হবে নিজের বেঞ্চে। খাতা বা প্রশ্নপত্র নিয়ে শৌচালয়ে যেতে পারবেন না।


পরীক্ষা শুরু হবার পর কোনও শিক্ষক বা নন টিচিং কর্মীর পরীক্ষাকেন্দ্রের বাইরে যাওয়া নিষেধ। পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পড়ুয়াদের পৌঁছাতে হবে। পরীক্ষা শুরুর নির্ধারিত সময়ের কমপক্ষে ১০ মিনিট আগে পড়ুয়াদের নিজস্ব আসনে বসে যেতে হবে। উচ্চমাধ্যমিকে স্বচ্ছ ক্লিপবোর্ড বা কাঠের ক্লিপবোর্ড ব্যবহার করতে পারবেন পরীক্ষার্থীরা। তবে ওই ক্লিপবোর্ডে কোনও লেখা থাকলে চলবে না। পরীক্ষার কেন্দ্রের বাইরেই থাকবেন অভিভাবকরা। ভিতরে প্রবেশ নিষিদ্ধ। পরীক্ষা চলাকালীন হলের ভিতরে বা বাইরে থেকে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলতে পারবেন না তাঁরা।



আরও পড়ুন, Kharagpur Firing: খড়গপুরে শুটআউট, রাস্তায় গুলিবিদ্ধ ব্যাঙ্ককর্মী


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)