নিজস্ব প্রতিবেদন: এমনিতেও ভোলা মাছ জালে পড়লে খুশি হয়ে যান মত্সজীবীরা। কারণ এর দাম। চাহিদা প্রবল থাকায় বিপুল দামে বিকোয় এই মাছ। দীঘা মোহনায় বিপুল ভোলা মাছ পেয়ে রাতারাতি কোটিপতি এক ট্রলার মালিক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-Mamata Banerjee: স্থায়ী সমাধানে প্ল্যান দিন, পাহাড়ের নেতাদের বার্তা মুখ্যমন্ত্রীর  


একটা দুটো নয়, মোট ৩৩টি তেলিয়া ভোলা মাছ উঠল 'মা বাসন্তী' নামের এক ট্রলারে।  প্রতি কেজি এই মাছের দাম প্রায় সাড়ে বারো হাজার টাকা। এক একটি মাছের দাম ৩ লাখ টাকা। সবমিলিয়ে ৩৩টি মাছের মোট দাম প্রায় ১ কোটি টাকা।


আরও পড়ুন-Petrol-Diesel price hike: জ্বালানির দাম বৃদ্ধির বিরুদ্ধে অভিনব প্রতিবাদ তৃণমূলের 


উল্লেখ্য, সাধারণভাবে মত্সজীবীদের জালে এক-দুটো তেলিয়া ভোলা মাছ পড়লেই বাজারে হইচই পড়ে যেত। কারণ এর বিপুল দাম। সেই মাছ ৩৩টি পড়েছে জালে। ওইসব মাছ জালে পড়ার খবর রটতেই দীঘা মোহনায় ভিড় জমান উত্সুক মত্সজীবী ও পর্যটকরা। ওইসব মাছ বিক্রির জন্য নিয়ে যাওয়া হয়েছে শ্যামসুন্দর দাস নামে এক আড়ত্দারের কাছে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)