Petrol-Diesel price hike: জ্বালানির দাম বৃদ্ধির বিরুদ্ধে অভিনব প্রতিবাদ তৃণমূলের

ভ্যানে মোটরবাইক তুলে দিলেন প্রতিবাদীরা 

Oct 26, 2021, 18:30 PM IST

পেট্রোল ডিজেলের লাগামছাড়া মূল্যবৃদ্ধির ফলে দুর্বিষহ হয়ে উঠেছে সাধারন মানুষের জীবন। দেশের বিভিন্ন প্রান্তে এই নিয়ে প্রতিবাদ বিক্ষভে সামিল হয়েছেন বহু মানুষ। এরই মধ্যে কলকাতাতে এক অভিনব প্রতিবাদ কর্মসূচী দেখা গেল মানিকতলাতে। ওয়ার্ড কো-অরডিনাটরের নেতৃত্বে দড়ি বেঁধে গাড়ি টানলেন সমর্থকরা।  

1/5

অভিনব প্রতিবাদ

Unique protest

পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অভিনব প্রতিবাদের পথ বেছে নিল তৃণমূল কংগ্রেস। কলকাতার মানিকতলায় মঙ্গলবার দেখা গেল ভ্যানে টানা মোটরবাইক।  

2/5

গাড়ি চলছে না

cars can't move

মানিকতলার ২৭ নম্বর ওয়ারকের কো-অরডিনেটর মিনাক্ষি গুপ্তার নেতৃত্বে এই প্রতিবাদ আয়জন করে তৃণমূল। ভ্যানের উপরে মোটরবাইক বসিয়ে তার উপর সওয়ার হন তৃণমূল কর্মী সমর্থকরা। তেলের দাম বেড়ে যাওয়ায় গাড়ি চালানো যাচ্ছে না, এটাই বোঝানোর চেষ্টা করা হয়েছে।  

3/5

পড়ানো হল কুশপুতুল

burtn effigy

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল পোড়ানো হয় এই প্রতিবাদ মিছিলে। মোদির বিরুদ্ধে স্লোগান তোলেন তৃণমূল সমর্থকরা।   

4/5

স্যুট-বুটের সরকার

government for the ambanis and adanis

তৃণমূল সমর্থকরা জানান মোদি সরকার শুধুমাত্র আম্বানি এবং আদানিদেরই সুবিধা দেখছে। সাধারন মানুষের কথা তারা ভাবে না।   

5/5

প্রতিবাদ চলবে

protest will go on

মানিকতলা বাজার থেকে মানিকতলা মোড় অবধি এই প্রতিবাদ মিছিল চলে। মানিকতলা মোড়ে কিছুক্ষন পথ অবরোধ করে তারা। তৃণমূল জানিয়েছে তেলের দাম না কমা অবধি এই প্রতিবাদ চলবে।