মৌমিতা চক্রবর্তী: বঙ্গ বিজেপিতে(BJP) এবার নতুন জল্পনা! বাংলা থেকে মন্ত্রী হচ্ছেন সুকান্ত মজুমদার। বাংলায় এবার রাজ্য সভাপতি (State President) তাহলে কে? বাংলায় বিজেপির টার্গেট পূরণ না হওয়ার পর থেকেই সংগঠনের খোলেনলচে বদলের দাবি উঠতে থাকে। সেই দাবিকে আরও উসকে দেন বারবার প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের মন্তব্য। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- Bangladesh MP Murder: MP খুনে নয়া মোড়! মাংসের টুকরোর পর এবার বাগজোলা খাল থেকে উদ্ধার হাড়...


হেরে যাবার পর থেকেই বর্তমান নেতৃত্বের পারফরমেন্স বিচার হবার ব্যাপারে সরব হন তিনি। তবে সুকান্ত মজুমদার বাংলাতে রাষ্ট্রমন্ত্রী হচ্ছেন এই ঘোষণার পর থেকেই নয়া জল্পনা বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি পদকে ঘিরেই। বিজেপির নিয়ম অনুযায়ী, এক ব্যক্তি এক পদ। সেই ফর্মুলা মানলে সভাপতি পদে পরিবর্তন স্বাভাবিক।। পদ্ম শিবিরে তাই ঘোরাফেরা করছে বেশকিছু নাম। নতুন সভাপতি হবার সম্ভাবনার তালিকায় রয়েছেন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিং মাহাত, জগন্নাথ সরকার এর মত নাম। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় নেতৃত্বই। 


আরও পড়ুন- PM Modi Swearing-in Ceremony LIVE: জমজমাট রাজধানী! বাংলা থেকে মন্ত্রী হচ্ছেন শান্তনু ঠাকুর এবং সুকান্ত মজুমদার!


তবে বাংলার বিজেপির কার্যকর্তারা চাইছেন, বিজেপির ঝাজালো আন্দোলন, পুরোনো কর্মীদের গুরুত্ব। ইতোমধ্যেই ভোটে ভরাডুবির পর দলের নীতি ও আন্দোলনের কৌশল নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপির কর্মীরাই। প্রার্থী নিয়ে অসন্তোষ, বুথে সংগঠনের বেহাল পরিস্থিতি সবটা নিয়েই প্রশ্ন উঠেছে। তবে নতুন সভাপতি যেই হননা কেন তার সামনে বড় চ্যালেঞ্জ ২৬ এর বিধানসভা ভোটের আগে নিজেদের পারফরমেন্স ঠিক করা। প্রতিপক্ষ শিবির যেখানে অনেকটাই এগিয়ে সেখানে আন্দোলন এর স্ট্রাটেজি ও সর্বোপরি বুথ লেভেলে নিজেদের সংগঠন মজবুত করাই বড় চ্যালেঞ্জ পদ্ম শিবিরের।


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)