নিজস্ব প্রতিবেদন: সাত দফার ভোট প্রায় অন্তিম লগ্নে। শেষ দফার প্রচারে তবু সরগরম রাজনীতি। ঘাঁটি অটুট রাখতে রোজ একাধিক সভা করছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার তাঁর গন্তব্য ছিল বসিরহাট। এই কেন্দ্রে অভিনেত্রী নুসরত জাহাঁকে প্রার্থী করেছে তৃণমূল। সেখানেই মুখ্যমন্ত্রীর কণ্ঠে ঝরে পড়ল আক্ষেপের সুর। বললেন, 'আমাকে দেখতে নুসরতের মতো সুন্দর নয়।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



এদিন বসিরহাট কেন্দ্রের হাসনাবাদে ছিল তৃণমূলের জনসভা। চাঁদিফাটা রোদ্দুরে ভিড় ছিল চোখে পড়ার মতো। সেখানেই বৈচিত্রের মধ্যে ঐক্যের নজির হিসাবে নুসরত ও তাঁর সহাবস্থানকে তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। 


বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, 'নুসরত আমাদের ঘরের মেয়ে। ও মুসলিম আমি হিন্দু। আমাদের মধ্যে হিন্দু-মুসলিম কোনও ভেদাভেদ নেই।' দু'টো ভিনধর্মী মানুষের মানুষের মিলের ব্যাপারে বলতে গিয়ে মমতা বলেন, 'নুসরত যেমন রক্ত, আমারও তাই। ওর দু'টো চোখ আমারও দু'টো। ওর দু'টো পা, আমারও দুটো। ওর দু'টো কিডনি, আমারও দু'টো। নুসরতের একটা লিভার, আমারও একটা। পার্থক্য একটাই, ও দেখতে সুন্দর, আমি দেখতে সুন্দর নই।' 


বৈশাখের দহনে রাজস্থানের মরুভূমিকে হার মানাচ্ছে দক্ষিণবঙ্গের পারদ


চলতি লোকসভা নির্বাচনের প্রচারে বারবার বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতি করার অভিযোগ তুলেছেন তৃণমূলনেত্রী। তাঁর অভিযোগ, মানুষে মানুষে বিভেদ তৈরি করে ভোটে জিততে চাইছে বিজেপি। বিজেপির কৌশল ব্যর্থ করতে তাই সব জায়গাতেই সম্প্রীতির বার্তা দিচ্ছেন তিনি। সহজে মানুষকে বুঝিয়ে বলছেন, ধর্ম আলাদা হলেও মানুষের অস্তিত্ব অভিন্ন।