নিজস্ব প্রতিবেদন : কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আপাতত বৃষ্টি চলবে। পূর্বাভাস হাওয়া অফিসের। তবে ভারি বৃষ্টি নয়। মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শহর কলকাতা ও শহরতলিতে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


নিম্নচাপটি বর্তমানে মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের ওপর অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা নিম্নচাপটি জামসেদপুর দিঘা হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। পশ্চিমবঙ্গে উপকূলেও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ফলে দক্ষিণবঙ্গে জলীয় বাষ্প ঢুকছে এবং মেঘ তৈরি হয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে।


আরও পড়ুন - দেশের বৃহত্তম কয়লাখনি বীরভূমের দেউচা চালু হলে চাঙ্গা হবে অর্থনীতি: মমতা


কলকাতা সহ দক্ষিণবঙ্গে এই বৃষ্টি চলবে। বেশি বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, দুই মেদনীপুরে। উত্তরবঙ্গের পাঁচ জেলাতেও আগামী ৪৮ ঘন্টায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।