Murshidabad: মুর্শিদাবাদে ফের বোমার বলি ৩! বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ...
Murshidabad: পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় কিছু মানুষের সঙ্গে বচসা চলছিল। আর সেই গণ্ডগোলের কারণেই তাঁদের লক্ষ্য করে বোমা মারা হয়েছে বলে অভিযোগ। যদিও পুলিসের প্রাথমিক অনুমান ওই ঘরেই বাঁধা হচ্ছিল বোমা। সেই বোমা বাঁধার সময় ঘটে বিপত্তি। থমথমে রয়েছে সমস্ত এলাকা। ঘটনার নেপথ্যে কোন কারণ তারই তদন্তে পুলিস।
সোমা মাইতি: ফের বোমার বলি মুর্শিদাবাদে। সাগরপাড়া থানার খয়ের তলা গ্রামে গতকাল রাতে বোমা বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল রাতে প্রচন্ড শব্দের সঙ্গে বিস্ফোরণ হয়। আর সেই বিস্ফোরণেই গুরুতর জখম হন তিনজন। জখমদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে একটি তীব্র বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল তাতে একটি পাকাবাড়ির ছাদ ভেঙে যায়। স্থানীয়দের দাবি, বিস্ফোরণের শব্দে ভেঙে যায় জানলার কাঁচ। শব্দের আওয়াজ পেয়ে ঘটনাস্থলে পৌঁছান স্থানীয়রা। সেখানে রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখেন ওই তিন ব্যক্তিকে। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় কিছু মানুষের সঙ্গে বচসা চলছিল। আর সেই গণ্ডগোলের কারণেই তাঁদের লক্ষ্য করে বোমা মারা হয়েছে বলে অভিযোগ। যদিও পুলিসের প্রাথমিক অনুমান ওই ঘরেই বাঁধা হচ্ছিল বোমা। সেই বোমা বাঁধার সময় ঘটে বিপত্তি। থমথমে রয়েছে সমস্ত এলাকা। ঘটনার নেপথ্যে কোন কারণ তারই তদন্তে পুলিস।
আরও পড়ুন: Weather: শীতের মধ্যেই ফের বৃষ্টির পূর্বাভাস, জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে...কী বলছে হাওয়া অফিস?
একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয় বাকি দু'জন মুশিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয়। প্রাথমিকভাবে অনুমান বোমা বাধার সময় এই বিস্ফোরণ এ জখম হন। যদিও মৃতের পরিবারের বক্তব্য বাইরে থেকে তাদের লক্ষ্য করে বোমা মারা হয়েছে। আর সেই বোমাতেই খুন হয়েছেন ওই তিনজন। গোটা ঘটনা তদন্ত করে দেখছে সাগরপাড়ার থানার পুলিস।
এর আগে অগাস্ট মাসে মুর্শিদাবাদ জেলার রানিনগরের মালিবাড়ি এলাকায় একইভাবে বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছিল এক জনের। পুলিস জানায়, বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হয়েছিল ওই ব্যক্তির। বছরের শুরুতে মুর্শিদাবাদের দৌলতাবাদে রাস্তার পাশে পরে থাকা বোমাকে বল ভেবে খেলতে গিয়ে মৃত্যু হয় এক শিশুর। ব্যবধান মাত্র মাস দুয়েকের। মুর্শিদাবাদেরই ফরাক্কায় বোমা বিস্ফোরণে গুরুতর জখম হয়েছিল ৩ শিশু। কীভাবে? স্থানীয় সূত্রে খবর, ফরাক্কার হাউসনগর এলাকায় একটি আইসিডিএস সেন্টার থেকে খাবার আনতে যাচ্ছিল তারা। রাস্তায় বল ভেবে হাতে তুলে ফেলে বোমা। আর সেই বোমা ছুঁড়তেই ঘটে বিস্ফোরণ। মুর্শিদাবাদে একের পর এক বোমা বিস্ফোরণের মতন ঘটনায় বারবার প্রশ্ন উঠছে পুলিস এবং প্রশাসনের তৎপরতা নিয়ে।