Cooch Behar: প্লাটফর্মে নেমে হাঁটতে হাঁটতে ভারতে ঢুকে পড়লেন বাংলাদেশি নাগরিক, হুঁশ ফিরল পুলিসের কথায়

Cooch Behar: হোসেনের কাছ থেকে ট্রেনের যে টিকিট রয়েছে সেটি পোড়াদহ  থেকে চিলাহাটি পর্যন্ত ছিল। তার কাছ থেকে বাংলাদেশি কিছু টাকা ও ট্রেনের টিকিট উদ্ধার হয়েছে

Updated By: Dec 8, 2024, 07:29 PM IST
Cooch Behar: প্লাটফর্মে নেমে হাঁটতে হাঁটতে ভারতে ঢুকে পড়লেন বাংলাদেশি নাগরিক, হুঁশ ফিরল পুলিসের কথায়

প্রদ্যুত্ দাস: ভারত-বাংলাদেশ উত্তপ্ত পরিস্থিতির মধ্যে কোচবিহারের হলদিবাড়ি থানার বড় হলদিবাড়ি অঞ্চলের ভাওলাগঞ্জ সংলগ্ন উন্মুক্ত ভারত- বাংলাদেশ সীমান্ত এলাকায় আটক এক বাংলাদেশি। স্থানীয় সূত্রে খবর, ওই  ব্যক্তি আজ সকালে ঘুরতে ঘুরতে দিকভ্রষ্ট হয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেন।

আরও পড়ুন- উত্তাপ সীমান্তের দুই পারেই, সোমবার ভারত-বাংলাদেশ বিদেশ সচিব পর্যায়ের বৈঠকে উঠবে এইসব ইস্যু

ওই ব্যক্তি নিজেও জানতেন না কোন দেশের সীমায় ঢুকে পড়েছেন। তার কাছে ছিল না কোন ভারতে প্রবেশের বৈধ কোনও কাগজপত্র। স্থানীয়দের অপরিচিত ব্যক্তির কথাবার্তা ও চলাফেরা সন্দেহজনক মনে হওয়ায় খবর দেওয়া হয়ে হলদিবাড়ি থানায়। পরে হলদিবাড়ি থানার পুলিস তাকে আটক করে । আটক ব্যক্তির নাম মহম্মদ হোসেন, বয়স ৪২ বছর। বাড়ি বাংলাদেশের কুষ্টিয়া এলাকার কুমোরখালী থানার অন্তর্গত শুইলিয়া গ্রামে।

আটক মহম্মদ হোসেন স্থানীয়দের জানান, তিনি ঘুরতে এসে কোন এক প্লাটফর্মে নেমে হাঁটতে হাঁটতে এদিকে কখন চলে আসেন তিনি নিজেও জানেন না। বুঝতেই পারেননি যে তিনি ভারতে ঢুকে পড়েছেন।

হোসেনের কাছ থেকে ট্রেনের যে টিকিট রয়েছে সেটি পোড়াদহ  থেকে চিলাহাটি পর্যন্ত ছিল। তার কাছ থেকে বাংলাদেশি কিছু টাকা ও ট্রেনের টিকিট উদ্ধার হয়েছে। তবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সর্বদা সজাগ বিএসএফ ও পুলিশ প্রশাসন। এমতাবস্থায় কেমন করে দিনেদুপুরে এক জন বাংলাদেশি ভারতে প্রবেশ করে সে নিয়ে প্রশ্ন তুলছে সাধারণ মানুষ। একই সঙ্গে ভারত-বাংলাদেশের উন্মুক্ত সীমান্তগুলি যা কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা হয়নি সেই জায়গ গুলি নিশ্চিত ভাবে যে সুরক্ষিত নয়, তা আরও একবার আজকের এই ঘটনা প্রমাণ করল বলে অনেকে মনে করছেন।

বাংলাদেশি আটকের ঘটনা নিয়ে তদন্তে নেমেছে হলদিবাড়ি থানার পুলিস। আগামিকাল আটক বাংলাদেশি নাগরিককে আদালতে তোলা হবে বলে পুলিস সূত্রে জানা গিয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

.