নিজস্ব প্রতিবেদন: লকডাউনে স্কুলের মধ্যে চলছিল মদের আসর। আসরে বসেছিল স্কুলেরই ছাত্ররা। মদ্যপান করার সময় হাতে নাতে ছয় স্কুল ছাত্র কে পাকড়াও করল কোচবিহারের তুফানগঞ্জ মহকুমা প্রশাসন। কোনও ভয়ডর নেই, দীর্ঘদিন ধরেই চলছে এসব, অসহায় স্বীকারোক্তি শিক্ষকের। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিদ্যালয়ের সহকারী শিক্ষক ভুবনেশ্বর রায় জানাচ্ছেন, দীর্ঘদিন ধরে এইসব স্কুল ছাত্ররা বিভিন্ন ধরণের অপকর্ম করে আসছে। এদের বহুবার বোঝান হলেও তারা শোনেনি। একবার সিভিক ভলান্টিয়াররা তাদের সাবধান করলে, উল্টে তাদের হুমকি দিয়েছে ওই ছাত্ররা।


আরও পড়ুন: বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, রাজ্যজুড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস


তুফানগঞ্জের নৃপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল হাইস্কুলের ঘটনায় লজ্জায় মাথা হেঁট প্রাক্তনীদের। পালানোর চেষ্টা হয়েছিল বটে। কিন্তু পার পাওয়া গেল না। লকডাউনের দুপুরে মদের আসর জমানো ছাত্রদের ধরে ফেলল প্রশাসন। ধৃত ছাত্ররা জানিয়েছে , এক বন্ধুর জন্মদিন উপলক্ষ্যে তারা এসেছিল| মদ যে আনা হবে তারা নাকি তা জানত না।


কেউ ইলেভেন তো কেউ টুয়েলভ। দীর্ঘদিন ধরেই নাকি ছুটি থাকলেই স্কুলের মধ্যে চলছিল মদ্যপানের আসর। তক্কে তক্কে ছিল পুলিসও। লকডাউনের দুপুরে একেবারে হাতেনাতে পাকড়াও। হাতে মদের বোতল, পাকড়াও মদের আসর থেকে। কিন্তু কেউউ নাকি কিছু জানে না। আগেও এসব হয়েছে, বাধা দিলেও শুনবে কে? অসহায় মন্তব্য শিক্ষকের। সমাজের ভবিষ্যত? শিক্ষকরা নাকি পারেননি, পরিবারও কী সেটাই বলবে? কেন এই অবক্ষয়? উদ্বিগ্ন স্থানীয় মানুষ থেকে স্কুলের প্রাক্তনীরাও। 


ভুবনেশ্বরবাবু জানাচ্ছেন তারা বিষয়টি স্কুলের ম্যানেজিং কমিটিকে জানিয়েছেন। তারা থানায় এই ব্যাপারে লিখিত অভিযোগ জানাবেন। যদিও ভুবনেশ্বরবাবু স্বীকার করছেন , ছাত্রদের বুঝিয়ে তাদের সঠিক পথে আনার ব্যাপারে স্কুল কর্তৃপক্ষ ব্যর্থ।