নিজস্ব প্রতিবেদন: বিশেষজ্ঞরা আগেই জানিয়েছিলেন, দেশকে করোনা মুক্ত করতে কেবলমাত্র লকডাউনে কাজ হবে না। চাই সচেতনতাও। এবার ফের আক্রান্তের সংখ্যা বাড়ল। ৬৬ বছরের এক বৃদ্ধের শরীরে মিলল করোনার সংক্রমণ। জানা গিয়েছে তিনি বরানগরের বাসিন্দা। এই মুহূর্তে তাঁকে লেকটাউনের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সবমিলিয়ে একই দিনে পরপর দুজন আক্রান্তের খোঁজ পাওয়া গেল। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ৩ জন আক্রান্তের খোঁজ মিলেছে। এই নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: লকডাউন মানছেন না কলকাতা-রাজ্যের কিছু জায়গায় মানুষ, সেনা নামানোর দাবি জানাল বিজেপি


নাইস সূত্রের খবর একজন, একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬৪  বছরের এক ব্যক্তি। তিনি ও প্রবল শ্বাসকষ্ট এবং একাধিক উপসর্গ নিয়ে ভর্তি হন তার নমুনা পরীক্ষায় নোবেল করোনা ভাইরাসের সংক্রমণ মিলেছে। অন্যদিকে ৫২ বছর বয়সী অ্যানেসথেসিস্ট চিকিৎসক কলকাতার কমেন্ট হাসপাতালে চিকিৎসক ছিলেন।


দিল্লি থেকে কলকাতায় ফেরার পর শনিবার রাতে অসুস্থ বোধ করেন প্রবল শ্বাসকষ্ট শুরু হয়। এরপরই হাসপাতালে ভর্তি করানো হয়  তাঁকে আজ তার নমুনা পরীক্ষায় নোবেল কোন ভাইরাসের সংক্রমণ মিলেছে। রাজ্যে সব মিলিয়ে রবিবার সন্ধ্যা পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২০।