নিজস্ব প্রতিবেদন : ভবঘুরে মা। চালচুলো নেই। রেলস্টেশন-ই তাঁর ঘর। সেই 'ঘরেই' সন্তানের জন্ম দিলেন মা। সন্তান জন্মের পর সদ্যোজাতকে নিয়ে ঘণ্টার উপর প্ল্যাটফর্মেই পড়ে রইলেন মা। অভিযোগ, রেলযাত্রী থেকে স্থানীয় ব্যবসায়ীদের মুখে ঘটনার কথা জানার পরেও এগিয়ে আসেনি রেল। দায় এড়িয়ে যায় কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে বীরভূমের মুরারই স্টেশনে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, ফোনালাপে যুবকের সঙ্গে ২ মাসের প্রেম, সুইসাইড নোটে মনের কথা লিখে গেল কিশোরী


বছর ৩৫এর মানসী (নাম পরিবর্তিত)। প্রায় ১ বছর ধরে বীরভূমের মুরারই রেলস্টেশনে ফুট ব্রিজের নীচে আশ্রয় নিয়েছিলেন মানসী। স্টেশনে আসা যাওয়ার পথে সবাই তাঁকে দেখতে পেতেন। হঠাত্ একদিন সবাই লক্ষ্য করলেন, মানসী গর্ভবতী। কিন্তু, মানসী তো ভবঘুরে। কোথায় তাঁর বাড়ি কেউ জানে না। মানসীকে জিজ্ঞাসা করেও তাঁর সন্তানের বাবার কোনও খোঁজ পাননি স্থানীয়রা। রেল স্টেশনে  ফুটব্রিজের নীচেই দিন কাটতে থাকে মানসীর। পৃথিবীর আলো দেখার অপেক্ষায় দিন গুনতে থাকে মানসীর সন্তান।


আরও পড়ুন, ১টা আলো, ১টা পাখার ঘরে বিল এল ২ লাখ ৯৪ হাজার! রাজ্যে সিস্টেমের হাল বেআব্রু হল এঘটনায়


এরপর বৃহস্পতিবার সকালে ফুটব্রিজের নীচেই সন্তানের জন্ম দেন মাধুরী। দেখতে পেয়ে সঙ্গে সঙ্গেই রেল কর্তৃপক্ষকে জানান স্থানীয়রা। কিন্তু অভিযোগ, বিষয়টি রেল কর্তৃপক্ষকে জানানোর পরেও কোনও পদক্ষেপ নেয়নি তারা। প্ল্যাটফর্মে প্রায় দেড়ঘণ্টা অসুরক্ষিত অবস্থাতেই পড়ে থাকে সদ্যোজাত ও মা। তারপর স্থানীয় ব্যবসায়ীরাই তাঁকে উদ্ধার করে মুরারই গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে দেন।


আরও পড়ুন, বিয়ের পরও ফোনে যোগাযোগ প্রাক্তন প্রেমিক-প্রেমিকার, দেখা করতে ডেকে খুনের চেষ্টা যুবকের