২ হাজার কোটির বিনিয়োগ প্রস্তাব দার্জিলিয়ে
দার্জিলিংয়ে ২ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব। ১৮টি প্রকল্পে হবে এই বিনিয়োগ।
নিজস্ব প্রতিবেদন: প্রথমবার শিল্প সম্মেলন দার্জিলিংয়ে। লক্ষ্মীলাভের আশায় বুক বেঁধেছিল পাহাড়। শিল্প সম্মেলনে যোগ দিতে উপস্থিত শিল্পপতিরা। পাহাড়ে শিল্প সম্মেলন কতটা চমক দেবে, নিশ্চিতভাবেই সেই প্রশ্ন ছিল প্রাসঙ্গিক। স্বপ্নের পাহাড়ে শিল্প সম্মেলনের প্রথম ২৪ ঘণ্টাতেই এল ২ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব।
দার্জিলিংয়ে ২ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব। ১৮টি প্রকল্পে হবে এই বিনিয়োগ। প্রস্তাবিত প্রকল্পগুলির অন্যতম হল-
মিরিকে অত্যাধুনিক ফ্লোটিং মার্কেট।
কালিম্পংয়ে এডুকেশন হাব।
দার্জিলিংয়ে আইটি পার্ক।
মকাইবাড়ি চা বাগানে সাড়ে তিনশো কোটি টাকা বিনিয়োগ।
সিকিমের মুখ্যমন্ত্রী পবন চামলিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানান মুখ্যমন্ত্রী। চলতি মাসের ১৬ তারিখ উত্তরকন্যায় হবে বৈঠক। প্রসঙ্গত, দার্জিলিং ইস্যুতেই সাম্প্রতিক অতীতে সিকিমের সঙ্গে সম্পর্ক তলানিতে ঠেকেছিল রাজ্যের। গুরুংদের বারবার সিকিমে আশ্রয় দেওয়া নিয়ে সম্পর্কের অবনতি হয়। পুলিস সাব ইন্সপেক্টর অমিতাভ মালিকের মৃত্যুর পরে তা চরমে পৌছয়। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে পবন চামলিংয়ের এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন- "একজন মেয়র-মন্ত্রীর এত টাকা কোথা থেকে আসছে?" বিস্ফোরক প্রশ্ন রত্নার