Bhangar: `সন্ধ্যের পরে বাতি ধরানোর লোকও থাকবে না’, তৃণমূলকে হুঁশিয়ারি আইএসএফ বিধায়ক নওশাদের
তৃণমূল নেতা হাকিমুল ইসলাম। তিনি বলেন, ‘তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ। যেভাবে তৃণমূল চোখে চোখ রেখে লড়াই করছে আগামী দিনে আইএসএফ শূন্য হবে পঞ্চায়েতে। এইভাবে পঞ্চায়েত নির্বাচনের আগে আইএসএফ ও তৃণমূলের রাজনৈতিক তরজায় এলাকা ছড়িয়েছে চাঞ্চল্য’।
প্রসেনজিৎ সর্দার: তৃণমূলের দলীয় কার্যালয় দীর্ঘদিন বন্ধ। কার্যালয়ের সামনে পড়ে আছে আবর্জনা পাহাড়। এই নিয়ে বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেন ‘পঞ্চায়েত ভোটের পরে এরকম একাধিক কার্যালয় বন্ধ হয়ে যাবে ভাঙরে। আর সন্ধ্যের পরে বাতি ধরানোর লোকও থাকবে না’।
তৃণমূলের তরফ থেকে এলাকার নেতা হাকিমুল ইসলাম জানান, ‘পঞ্চায়েত ভোটের পরে নওশাদ সাহেবের পিছনে দুটো লোক ও থাকবেনা। এবারের পঞ্চায়েতে আইএসএফ শূন্য হয়ে যাবে’।
ভাঙরের কাশিপুর থানায় শানপুকুর এলাকায় যুব তৃণমূলের দলীয় কার্যালয় দীর্ঘদিন ধরে বন্ধ। কার্যালয়ের সামনে পড়ে আছে আবর্জনা পাহার। এই নিয়ে এলাকার বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেন, ‘পঞ্চায়েত ভোটের পরে একাধিক কার্যালয়ে এইভাবে বন্ধ হয়ে যাবে। সন্ধ্যের পরে বাতি ধরানোর মতন কার্যালয়ের মধ্যে কোন লোক থাকবে না। নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে শওকত মোল্লা, আরাবুল ইসলাম, কাইজার আহমেদ নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব মেটাবে। না দলকে উদ্ধার করতে যাবে। তাদের গোষ্ঠীদ্বন্দ্ব বাইরে থেকে প্রকট হচ্ছে না। ভেতর থেকে প্রকট হয়েছে, আরও হবে’।
আরও পড়ুন: Bengal Weather Today: আন্দামান সাগরে শক্তি বাড়াচ্ছে মোকা, তবুও তাপপ্রবাহ বাংলায়
এদিকে কার্যালয় বন্ধ নিয়ে তৃণমূল নেতা হাকিমুল ইসলাম জানান, ‘শানপুকুর এলাকায় যুব তৃণমূলের দলীয় কার্যালয় কেন বন্ধ তিনি খোঁজ নিয়ে দেখবেন’। পাশাপাশি নওশাদ সিদ্দিকীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘পঞ্চায়েত ভোটের পরে নওসাদ সিদ্দিকী পিছনের দুটো লোকও থাকবেনা’।
আরও পড়ুন: Manipur Violence: মণিপুর থেকে ছাত্রীকে ফেরাল রাজ্য, বাড়িতে গেলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য..
এটা চ্যালেঞ্জ করে বলেন তৃণমূল নেতা হাকিমুল ইসলাম। তিনি বলেন, ‘তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ। যেভাবে তৃণমূল চোখে চোখ রেখে লড়াই করছে আগামী দিনে আইএসএফ শূন্য হবে পঞ্চায়েতে। এইভাবে পঞ্চায়েত নির্বাচনের আগে আইএসএফ ও তৃণমূলের রাজনৈতিক তরজায় এলাকা ছড়িয়েছে চাঞ্চল্য’।