নিজস্ব প্রতিবেদন : শীতের আমেজ আজও জোরালো শহর কলকাতা থেকে রাজ্যে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৪০ থেকে ৯৬ শতাংশ।
গতকাল থেকেই শীতের আমেজে গা ভাসিয়েছে শহর কলকাতা। এই সপ্তাহে এরকমই শীতের আমেজ থাকবে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



জম্মু কাশ্মীর, হিমাচলপ্রদেশে তুষার পাতের জের। পাশাপাশি উত্তর-পশ্চিম শীতল হাওয়ার সামনে কোনও বাধা নেই। তাই সকাল-সন্ধে শীতের আমেজ আরও বাড়বে। তবে শীতের আমেজ বাড়লেও এখনই পাকাপাকিভাবে শীত নয় বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।


আরও পড়ুন - গোটা দেশে এনআরসির ঘোষণা অমিতের, একটা লোককেও তাড়াতে দেব না, পাল্টা মমতার


আগামী দু থেকে তিন দিন সিকিম সহ উত্তরবঙ্গের পাঁচ জেলায় ঘন কুয়াশা দেখা যাবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পশ্চিমি ঝঞ্ঝার কারণে আজ ও কাল জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ ভারী বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। কেরালা ও সংলগ্ন এলাকায় নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করায় তামিলনাডু, কেরালা উপকূলে আজ এবং আগামিকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।