Nadda Exclusive: `এই সরকার মানুষের আস্থা ও বিশ্বাস হারিয়েছে, তৃণমূল ভ্রষ্টাচারী দল`
`মানুষ ঠিক করে ফেলেছেন মমতাকে বিদায় দিয়ে বিজেপিকে ক্ষমতায় আনবেন` মালদহের রোডশো থেকে নাড্ডা
সোমা মাইতি
রাঙা পলাশ নয়, দিকে দিকে হলুদ গাঁদার ফুল। সেই ফুলের মেলার পাশাপাশিই রয়েছে বিপুল মানুষের মেলাও। মানুষের ভিড় আর সেই ফুলের জলসার মাঝে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ভোটরাজনীতির লব্জে মুখর।
শনিবার মালদহের ইংরেজবাজারের রাস্তায় চলছে বিজেপির (BJP) রোড শো। সেই রোড শো'য়েই নেতৃত্ব দিচ্ছেন জে পি নাড্ডা। সেখানেরই এই ছবি। জনতার ভিড় ঠেলে এগিয়ে চলেছে নাড্ডার গাড়ি। আর তিনি মুঠো মুঠো ফুল ছুঁড়ে দিচ্ছেন সমবেত জনতার দিকে, চলমান ভিড়ের দিকে।
বর্ণিল এই রোড শো'য়ে নাড্ডাজি'র গাড়িতে উঠে পড়া গিয়েছিল। ফুল, মানুষ ও বিপুল কল্লোলের মধ্যেই তাঁকে অল্প কিছুক্ষণের মধ্যে ধরাও গেল। সময় দিলেন নাড্ডাজি। কথা বললেন রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে এ রাজ্যে বিজেপি'র রাজনৈতিক লক্ষ্য নিয়ে।
আরও পড়ুন: BJP-র রথযাত্রার পাল্টা, বুধবার মালদহে জনসভা করবেন Mamata
স্পষ্ট যে, তাঁর এই রোড শোয়ে অগণিত মানুষের অংশগ্রহণ তাঁকে বিপুল আনন্দ দিয়েছে, দিয়েছে আত্মবিশ্বাসও। সেই ভিড়ের দিকে অঙ্গুলি নির্দেশ করেই তিনি বললেন, বোঝাই যাচ্ছে, মানুষ ঠিক করে ফেলেছেন, তাঁরা এবার মমতাজিকে বিদায় দিয়ে রাজ্যে বিজেপিকে স্বাগত জানাবেন।
কেন হঠাৎ এ রাজ্যের মানুষ তৃণমূলের (TMC) বদলে বিজেপিকে বেছে নেবেন, এই প্রশ্ন করা হলে নাড্ডাজি জানান, অনেক কারণ রয়েছে। এই সরকার মানুষের আস্থা ও বিশ্বাস হারিয়েছে। তৃণমূলকে তিনি ভ্রষ্টাচারী বলে উল্লেখ করেন। পাশাপাশি তৃণমূল পরিচালিত সরকারকে তিনি তোলাবাজ, ত্রিপোলচোর, চালচোর, কয়লাচোর বলেও নির্দেশ করে জানান, ক্ষুব্ধ মানুষ পদ্মকে স্বাগত জানিয়ে ফেলেছে, এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ছুটি।
'পরিবর্তন যাত্রা' নিয়েও তাঁকে প্রশ্ন করার অবকাশ হয়। এ প্রসঙ্গে তিনি বলেন, মানুষই পরিবর্তন ঘটিয়ে ফেলেছে, আমরা শুধু পরিবর্তন যাত্রা করে সেটিকে সমর্থন জোগাচ্ছি। ইংরেজবাজারের রাস্তায়, রোড শোয়ে, বাড়ির ছাদে-বারান্দায় অপেক্ষারত মানুষের দিকে তাকিয়ে নাড্ডা বলেন, মানুষের মধ্যে উৎসাহ আছে, উচ্ছ্বাস আছে। এই মানুষই পরিবর্তন আনতে চলেছেন। আবারও বললেন, আগামীদিনে রাজ্যে বিজেপি'ই ক্ষমতায় আসছে।
আরও পড়ুন: Live: ''মীরজাফর কোম্পানির জামানত জব্দ হবে'', কাঁথি থেকে অভিষেক বন্দোপাধ্যায়