TMC-তে যোগ দিলেন টেলিপর্দার 'বাহা' 'ঝিলিক' ও 'লোকনাথ বাবা'

দোলা সেনের কথায়, আমার আশা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবেও এরাঁ মানুষের মন জয় করবেন।

Updated By: Feb 6, 2021, 02:16 PM IST
TMC-তে যোগ দিলেন টেলিপর্দার 'বাহা' 'ঝিলিক' ও 'লোকনাথ বাবা'

নিজস্ব প্রতিবেদন:  টলিপাড়ায় দল বদলের হিড়িক। এবার তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন টলি তারকা রণিতা দাস, শ্রীতমা ভট্টাচার্য, দিশা রায় চৌধুরী, সৌপ্তিক চক্রবর্তী। তাঁদেরকে স্বাগত জানান তৃণমূল সাংসদ দোলা সেন। তাঁর কথায়, টিভি ধারাবাহিকে অভিনয়ের মাধ্যম এরাঁ দর্শকদের মন জয় করেছেন। আমার আশা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবেও এরাঁ মানুষের মন জয় করবেন।

শনিবার তৃণমূল ভবনে  রণিতা, দিশা, শ্রীতমা, সৌপ্তিকদের হাতে দলীয় পতাকা তুলে দেন, তৃণমূল সাংসদ দোলা সেন। উপস্থিত ছিলেন অভিনেতা তথা যুব তৃণমূলের সভাপতি সোহম চক্রবর্তী। ইন্ডাস্ট্রি ছেড়েই কি রাজনীতিতে? এপ্রশ্নের উত্তরে রণিতা দাস বলেন, ''আমরা যেমন অভিনয় করি এবং করব। তবে গত ১০ বছর ধরে দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই ছিলাম, তবে আজ তৃণমূলের সদস্য হলাম। আমাদের যা কাজ দেওয়া হবে, তা করার চেষ্টা করব। আমাদের ভাবনা তরুণ-তরুণীদের মধ্যে ছড়িয়ে দিতে চাই। আমরা দিদির মতো হতে চাই।'' শ্রীতমার কথায়, ''কাজ করতে গিয়ে দিদির সান্নিধ্য, আশীর্বাদ পেয়েছি। বিভিন্ন সমস্যায় পাশে পেয়েছি। আমার বাবা সমাজসেবী ছিলেন, তিনি চেয়েছিলেন আমিও কাজ করি। তবে মানুষের সেবা করা সহজ নয়, তবে মনে করি তৃণমূলে থেকে সে কাজটা করা সহজ হবে।''  এদিন তৃণমূল পরিবারে তাঁদের সামিল করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সহ দলের সমস্ত কে ধন্যবাদ জানাতে ভুললেন না অভিনেতা সৌপ্তিক চক্রবর্তী এবং দিশা রায় চৌধুরী।

আরও পড়ুন-''কৃতজ্ঞতা রয়েছে, বেইমানি করতে পারব না'', TMC-তে যোগ নিয়ে বললেন Deepankar De 

প্রসঙ্গত, 'ধন্যি মেয়ে', 'ইষ্টি কুটুম' ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেত্রী রণিতা দাস। সৌপ্তিক চক্রবর্তী অভিনয় করেছেন 'জল নূপুর', 'জয়বাবা লোকনাথ' ধারাবাহিকে। শ্রীতমা ভট্টাচার্যকে দেখা গিয়েছেন 'মা' ধারাবাহিক, ইচ্ছে নদী-তে। দিশা রায় চৌধুরী অভিনয় করছেন 'মহাপ্রভু শ্রীচৈতন্য' ও 'জয়বাবা লোকনাথ' ধারাবাহিকে। 

এদিকে শুক্রবারই তৃণমূলে যোগ দিয়েছেন বর্ষীয়ান অভিনেতা দীপঙ্কর দে,  ভরত কল, টেলি অভিনেত্রী লাভলি মৈত্র, সঙ্গীতশিল্পী শাওনা খান। 

.